FIFA The Best List Released: প্রকাশিত হল ফিফা দ্য বেস্ট ফুটবল অ্যাওয়ার্ডসের তালিকা, দেখে নেব এক নজরে কে রইল তালিকায়
গত বৃহস্পতিবার (৬ নভেম্বর, ২০২৫) ফিফা দ্য বেস্ট ফুটবল অ্যাওয়ার্ডসের (The Best Football Awards 2025) তালিকা প্রকাশ করেছে। ২০২৫ সালের বর্ষসেরার দৌড়ে ব্রাজিলের ২ ও আর্জেন্টিনার ১ ফুটবলার আছেন। তবে এই তালিকায় আধিক্য দেখা গেছে চ্যাম্পিয়ন্স লিগ জেতা পিএসজির খেলোয়াড়দের।ফিফা (FIFA) র বিশেষজ্ঞ প্যানেল ছয় ক্যাটাগরিতে সেরাদের তালিকা করেছে। মহিলা ও পুরুষদের ক্যাটাগরিতে সেরা ফুটবলার, সেরা কোচ ও সেরা গোলরক্ষকের তালিকা প্রকাশিত হয়েছে।আগামী বছরের শুরুর দিকে একটি অনুষ্ঠানের মাধ্যমে ঘোষণা করা হবে এই পুরস্কার। দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ডস ২০২৫ এর তালিকায় আছেন যারা
বর্ষসেরা পুরুষ ফুটবলার:
উসমান দেম্বেলে (ফ্রান্স/পিএসজি)
আশরাফ হাকিমি (মরক্কো/পিএসজি)
হ্যারি কেইন (ইংল্যান্ড/বায়ার্ন মিউনিখ)
কিলিয়ান এমবাপে(ফ্রান্স/রিয়াল মাদ্রিদ)
নুনো মেন্দেস (পর্তুগাল/পিএসজি)
কোল পামার (ইংল্যান্ড/চেলসি)
পেদ্রি গনজালেস (স্পেন/বার্সিলোনা)
রাফিনিয়া (ব্রাজিল/বার্সিলোনা)
মোহামেদ সালাহ (মিসর/লিভারপুল)
ভিতিনিয়া (পর্তুগাল/পিএসজি)
লামিন ইয়ামাল (স্পেন/বার্সিলোনা)।
বর্ষসেরা মহিলা ফুটবলার:
স্যান্ডি বাল্টিমোর (ফ্রান্স/চেলসি)
নাতালি বিয়র্ন (সুইডেন/চেলসি)
আইতানা বোনমাতি (স্পেন/বার্সিলোনা)
লুসি ব্রোঞ্জ (ইংল্যান্ড/চেলসি)
মারিওনা কালদেন্তে (স্পেন/আর্সেনাল)
তেমওয়া চাওয়িংগা (মালাওয়ি/কানসাস সিটি কারেন্ট)
দিয়ানি কাদিদিয়াতো (ফ্রান্স/লিওঁ)
মেলচি দুমরনে (হাইতি/লিওঁ)
পাতরি গিহারো (স্পেন/বার্সিলোনা)
লিন্ডসে হিপস (যুক্তরাষ্ট্র/লিওঁ)
লরেন জেমস (ইংল্যান্ড/চেলসি)
ক্লোয়ি কেলি (ইংল্যান্ড/ম্যানসিটি, আর্সেনাল)
ইভা পাজর (পোল্যান্ড/বার্সিলোনা)
ক্লদিয়া পিনা (স্পেন/বার্সিলোনা)
অ্যালেক্সিয়া পুতেয়াস (স্পেন/বার্সেলোনা)
অ্যালেসিয়া রুসো (ইংল্যান্ড/আর্সেনাল)
লিয়াহ উইলিয়ামসন (ইংল্যান্ড/আর্সেনাল)
সেরা পুরুষ কোচ:
হাভিয়ের আগিরে (মেক্সিকো)
মিকেল আর্তেতা (আর্সেনাল)
লুইস এনরিকে (পিএসজি)
হানসি ফ্লিক (বার্সিলোনা)
এনজো মারেসকা (চেলসি)
রবের্তো মার্তিনেজ (পর্তুগাল)
আর্নে স্লট (লিভারপুল)
সেরা মহিলা কোচ:
সোনিয়া বমপাস্তর (চেলসি)
জনাথন গিরালদেজ (ওয়াশিংটন স্পিরিট/লিওঁ)
সেব হিনেস (অরল্যান্ডো প্রাইড)
রেনে স্লেজার্স (আর্সেনাল)
সারিনা ভিগমান (ইংল্যান্ড)
সেরা পুরুষ গোলরক্ষক:
আলিসন বেকার (ব্রাজিল/লিভারপুল)
থিবো কোর্তোয়া (বেলজিয়াম/রিয়াল মাদ্রিদ)
জিয়ানলুইজি দোনারুম্মা (ইতালি/পিএসজি, ম্যানসিটি)
এমি মার্তিনেজ (আর্জেন্টিনা/অ্যাস্টন ভিলা)
ম্যানুয়েল নয়্যার (জার্মানি/বায়ার্ন মিউনিখ)
দাভিদ রায়া (স্পেন/আর্সেনাল)
ইয়ান সমের (সুইজারল্যান্ড/ইন্টার মিলান)
ভয়চেখ শেজনি (পোল্যান্ড/বার্সিলোনা)
সেরা মহিলা গোলরক্ষক:
অ্যান ক্যাটরিন বার্গার (জার্মানি/গথাম এফসি)
ক্যাটা কোল (স্পেন/বার্সিলোনা)
ক্রিশ্চিয়ান এন্ডলার (চিল/অলিম্পিক লিওঁ)
হ্যানা হ্যাম্পটন (ইংল্যান্ড/চেলসি)
অ্যানা মুরহাউজ (ইংল্যান্ড/অরল্যান্ডো প্রাইড)
চিয়ামাকা নান্দোজি (নাইজেরিয়া/পিএসজি, ব্রাইটন)
ফ্যালন তুলিস জয়েস (যুক্তরাষ্ট্র/ম্যানসিটি)
ফ্যান অ্যাওয়ার্ড:
আলেহান্দ্রো সিগানোত্তো (আর্জেন্টিনা)
মানোলো এল দেল বম্বো (স্পেন) (মরণোত্তর)
জাখো (ইরাক)
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)