FIFA Asian World Cup Qualifiers: পাকিস্তান, বাংলাদেশ মিলে খেল ১১ গোল, নাক কাটা গেল সাফের

পাকিস্তান বনাম সৌদি আরব (০-৪), বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া (০-৭)

Bangladesh vs Australia & Pakistan vs Saudi Arabia (Photo Credits: X)

আগামী ২০২৬ ফিফা বিশ্বকাপের এশিয়ান বাছাইপর্বের দ্বিতীয় রাউন্ডে সৌদি আরবের প্রতিপক্ষ ছিল পাকিস্তান। ফিফা র‍্যাঙ্কিংয়ে ৫৭ নম্বরে থাকা সৌদি আরব এবং ১৯৩ নম্বরে থাকা পাকিস্তানের লড়াইয়ে ৪-০ গোলে জয় লাভ করে আরব। আল হাসায় (Al Hasa) আয়োজকদের হয়ে ম্যাচ শুরুর ৫ মিনিটের মাথায় গোল করেন সালেহ আল শেহরি (Saleh Al Shehri)। এরপর প্রথমার্ধে পাকিস্তান আরবের সামনে রুখে দাঁড়ানোর চেষ্টা করে কিন্তু দ্বিতীয়ার্ধে খেলা ধরে রাখতে পারেনি পাকিস্তান। হাফ টাইমের পর আল শেহরি ফের গোল করে ব্যবধান দ্বিগুন করেন। এরপর খেলা শেষের অতিরিক্ত পাঁচ মিনিটে দুটি গোল দেয় আরবের আব্দুল রহমান ঘারিব (Abdulrahman Ghareeb) এবং আব্দুল্লাহ হাদী রাদিফ (Abdullah Hadi Radif)। একটিও গোল করতে না পারা পাকিস্তান ২১ নভেম্বর আগামী ম্যাচ খেলবে তাজিকিস্তানে বিপক্ষে। India vs Kuwait Result: ফিফা বিশ্বকাপ এএফসি বাছাইপর্বে কুয়েতের ঘরের মাঠে ভারতের অবিশ্বাস্য জয়

অন্যদিকে, বাংলাদেশ গতকাল মুখোমুখি হয় অস্ট্রেলিয়ার। এশিয়ান বাছাইপর্বে অজিদের সামনে পুরোপুরি ভেঙে পড়ে বাংলাদেশ বাহিনী। বাছাইপর্বের দ্বিতীয় রাউন্ডের প্রথম ম্যাচে দক্ষিণ এশিয়ার দেশ মেলবোর্নে ৭-০ গোলে বিধ্বস্ত হয়। ঘরের মাঠে জয় পেয়ে আসা বেঙ্গল টাইগার্সদের বিপক্ষে সকারুরা প্রথম ১০ মিনিটেই গোল দেয়, ২০ মিনিটে ফের গোল দিয়ে বাংলাদেশের পক্ষে খেলা আরও কঠিন করে দেয়। এরপর হাফ টাইমের আগেই আরও দুটি গোল দিয়ে বাংলাদেশের হাতের বাইরে খেলা নিয়ে যায় অস্ট্রেলিয়া। আত্মবিশ্বাসে আঘাত হানার পর দ্বিতীয়ার্ধে আর খেলায় ফিরতে পারেনি বাংলাদেশ এবং আরও তিনটি গোল খেয়ে ৭-০-এর বিশাল ব্যবধানে হেরে যায়।