Euro 2020: চূড়ান্ত ইউরো কাপের ২৪ দল, দেখে নিন কোন দল কোন গ্রুপে

করোনাভাইরাস (Coronavirus) মহামারীর কারণে একবছর পিছেয়ে গিয়ে আগামী বছরের জুন-জুলাইয়ে বসবে ইউরো কাপের (Euro 2020) আসর। চলতি বছরের জুন-জুলাই মাসে হওয়ার কথা ছিল ইউরো কাপ। মহামারীর আবহেই বিশ্বজুড়ে খেলাধুলা শুরু হয়েছে। তাই ফুটবল অনুরাগীরা অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন ইউরো কাপের জন্য। শুক্রবার উয়েফা প্রকাশ করে কোন দেশ কোন গ্রুপে পড়েছে এবং ম্যাচে সময়সূচি। এক বছর আগেই ২০ দলের গ্রুপ চূড়ান্ত হয়। বৃহস্পতিবার উয়েফা নেশন্স লিগের পথ পেরিয়ে নিজ নিজ গ্রুপের প্লে-অফে জিতে মূল পর্বে উঠেছে হাঙ্গেরি, স্লোভাকিয়া, স্কটল্যান্ড ও নর্থ ম্যাসিডোনিয়া। প্রথমবার ফুটবলের বড় মঞ্চে নর্থ ম্যাসিডোনিয়া।

Euro 2020

করোনাভাইরাস (Coronavirus) মহামারীর কারণে একবছর পিছেয়ে গিয়ে আগামী বছরের জুন-জুলাইয়ে বসবে ইউরো কাপের (Euro 2020) আসর। চলতি বছরের জুন-জুলাই মাসে হওয়ার কথা ছিল ইউরো কাপ। মহামারীর আবহেই বিশ্বজুড়ে খেলাধুলা শুরু হয়েছে। তাই ফুটবল অনুরাগীরা অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন ইউরো কাপের জন্য। শুক্রবার উয়েফা প্রকাশ করে কোন দেশ কোন গ্রুপে পড়েছে এবং ম্যাচে সময়সূচি। এক বছর আগেই ২০ দলের গ্রুপ চূড়ান্ত হয়। বৃহস্পতিবার উয়েফা নেশন্স লিগের পথ পেরিয়ে নিজ নিজ গ্রুপের প্লে-অফে জিতে মূল পর্বে উঠেছে হাঙ্গেরি, স্লোভাকিয়া, স্কটল্যান্ড ও নর্থ ম্যাসিডোনিয়া। প্রথমবার ফুটবলের বড় মঞ্চে নর্থ ম্যাসিডোনিয়া।

ইউরোপের ১২ দেশের ১২টি শহরে হবে প্রতিযোগিতাটির আসর। ছয় গ্রুপের প্রতিটিতে চারটি করে দল খেলবে। ইউরো কাপের ফুল সূচি জানতে ও ডাউনলোড করতে ক্লিক করুন-https://editorial.uefa.com/resources/0263-10d7d3afd2b6-8955f879209c-1000/uefa_euro_2020_match_schedule.pdf

কোন দল কোন গ্রুপে: