East Bengal FC vs Odisha FC, Hero Super Cup Live Streaming: ইস্টবেঙ্গল এফসি বনাম ওড়িশা এফসি, হিরো সুপার কাপ, জেনে নিন কোথায়, কখন, সরাসরি দেখবেন খেলা

ইস্টবেঙ্গল এফসি বনাম ওড়িশা এফসির ম্যাচ শুরু হবে ভারতীয় সময় রাত ৮ঃ৩০টায়

East Bengal FC (Photo Credit: East Bengal FC/ Twitter)

হিরো সুপার কাপে ৯ এপ্রিল কেরলের মঞ্জেরি পায়্যনাদ স্টেডিয়ামে (Manjeri Payyanad Stadium, Kerala) ইস্টবেঙ্গল এফসির (East Bengal FC) মুখোমুখি হবে ওড়িশা এফসি (Odisha FC)। ইন্ডিয়ান সুপার লিগে স্মরণীয় প্লে-অফে যাওয়ার পর ম্যাচে নামছে ওড়িশা। চলতি মরসুমে প্রথমবারের মতো প্লে-অফের যোগ্যতা অর্জন করতে পারলেও লিগ টেবিলের ষষ্ঠ স্থানে থেকে সেমিফাইনাল নিশ্চিত করতে পারেনি তারা। নকআউট ম্যাচে ২-০ গোলে পরাজিত হয় এটিকে মোহনবাগানের কাছে, যারা পরে চ্যাম্পিয়ন হয়। অন্যদিকে,আইএসএলে ইস্টবেঙ্গলের অভিযান ছিল করুণ। চলতি মরসুমে লিগের ২০টি ম্যাচের মধ্যে মাত্র ৬টিতে জিততে পেরেছে লাল-হলুদ ব্রিগেড। ২০ পয়েন্ট নিয়ে নবম স্থানে শেষ করেছিল তারা। ইস্টবেঙ্গলের কোচ হিসেবে স্টিফেন কনস্ট্যান্টাইনের এটাই শেষ ম্যাচ সুপার কাপ। টুর্নামেন্টের পর তার স্থলাভিষিক্ত হবেন সার্জিও লোবেরা। সুপার কাপ থেকে সেরাটা বের করে ইস্টবেঙ্গলের সঙ্গে নিজেদের স্পেল শেষ করতে মরিয়া কনস্টানটাইন।

কবে, কোথায় আয়োজিত হবে ইস্টবেঙ্গল এফসি বনাম ওড়িশা এফসি, হিরো সুপার কাপ?

কেরলের মঞ্জেরি পায়্যনাদ স্টেডিয়ামে (Manjeri Payyanad Stadium, Kerala) ইস্টবেঙ্গল এফসি বনাম ওড়িশা এফসি, হিরো সুপার কাপের ম্যাচ আয়োজিত হবে।

কখন থেকে শুরু হবে ইস্টবেঙ্গল এফসি বনাম ওড়িশা এফসি, হিরো সুপার কাপ?

হিরো সুপার কাপের ইস্টবেঙ্গল এফসি বনাম ওড়িশা এফসির ম্যাচ শুরু হবে ভারতীয় সময় রাত ৮ঃ৩০টায়।

জেনে নিন টিভিতে কোথায় সরাসরি দেখবেন খেলা

সরাসরি টিভিতে খেলা দেখতে পাবেন সোনি স্পোর্টস নেটওয়ার্কে (Sony Sports Network)

জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন খেলা

সরাসরি অনলাইনে দেখতে পাবেন সোনি-লিভ অ্যাপে (Sony-Liv) এবং FanCode অ্যাপে।