East Bengal FC vs Jamshedpur FC Highlights: দিমিত্রিওসের গোলে জামশেদপুরকে হারাল ইস্টবেঙ্গল, দেখুন ভিডিও হাইলাইটস
৬০ মিনিটে নন্দকুমারের ক্রস থেকে দিমিত্রিওস দিয়ামান্তাকোস ডেডলক ভাঙলে ইস্টবেঙ্গলের ক্রমাগত চাপ শেষ পর্যন্ত কাজে আসে। জামশেদপুর এফসির ডিফেন্ডাররা আটকাতে পারেনি
East Bengal FC vs Jamshedpur FC Highlights: ইন্ডিয়ান সুপার লিগ (আইএসএল) ২০২৪-২৫ মরসুমে গতরাতে কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে জামশেদপুর এফসিকে ১-০ গোলে হারিয়েছে ইস্টবেঙ্গল এফসি। দিমিত্রিওস দিয়ামান্তাকোসের একমাত্র গোল ইস্টবেঙ্গলের জয়ের ধারা বজায় রাখল। অস্কার ব্রুজনের লাল হলুদ ব্রিগেড এই প্রতিযোগিতায় তাদের শেষ পাঁচ ম্যাচে চতুর্থ জয় নিশ্চিত করে। ম্যাচের প্রথম কোয়ার্টারে দুই দলই তাদের প্রতিপক্ষের উপর চাপ প্রয়োগ করে। ম্যাচের প্রথম সুযোগ পান ক্লেইটন সিলভা কিন্তু সেটি নষ্ট করে দেন অ্যালবিনো গোমেস। আনোয়ার আলিও চেষ্টা চালিয়ে যান। ১৬ মিনিটে মোহাম্মদ রাকিপ মাঠ ছাড়লে অস্কার ব্রুজন পরিবর্তন আনতে বাধ্য হন এবং তার পরিবর্তে মাঠে নামেন জিকসন সিং। পরে মাঝমাঠে সৌরভ দাসের জায়গায় প্রণয় হালদারকে নামান খালিদ জামিলও। FC Goa vs Mohun Bagan SG: এফসি গোয়া বনাম মোহনবাগান ম্যাচে লাল কার্ড দিয়ে বিতর্কে ক্রিস্টাল জন
প্রথমার্ধের দ্বিতীয় হাফে খেলা ধীর হয়ে যায়। একের পর এক সুযোগ পেয়ে ফাস্ট হাফ শেষ করে ইস্টবেঙ্গল এফসি। নন্দকুমার শেখর এবং ক্লিটন ডেডলক ভাঙার কাছাকাছি আসেন তবে লাভ হয়নি। দ্বিতীয়ার্ধের প্রথম দশ মিনিটে জামশেদপুর এফসি এগিয়ে থাকলেও গোল করতে পারেনি। ৫৪তম মিনিটে কর্নার থেকে হেক্টর ইউস্তে হেড করে গোলের দিকে এগিয়ে গেলেও পারেনি। এরপর ৬০ মিনিটে নন্দকুমারের ক্রস থেকে দিমিত্রিওস দিয়ামান্তাকোস ডেডলক ভাঙলে ইস্টবেঙ্গলের ক্রমাগত চাপ শেষ পর্যন্ত কাজে আসে। জামশেদপুর এফসির ডিফেন্ডাররা আটকাতে পারেনি। খালিদ জামিল গোলের প্রতিশোধ নিতে রেই তাচিকাওয়া ও মোহাম্মদ সানানের জায়গায় যথাক্রমে জর্ডান মারে ও নিখিল বার্লাকে নামালেও লাভ হয়নি। এদিকে চোটের সতর্কতা হিসেবে দিয়ামান্তাকোসের পরিবর্তে ডেভিড লালহলানসাঙ্গাকে মাঠে নামান ব্রুজন।