East Bengal FC vs Bengaluru FC, ISL 2023 Live Streaming: ইস্টবেঙ্গল এফসি বনাম বেঙ্গালুরু এফসি, আইএসএল ২০২৩, সরাসরি দেখবেন যেখানে

ইস্টবেঙ্গল এফসি বনাম বেঙ্গালুরু এফসি, আইএসএল ২০২৩ ম্যাচ শুরু হবে ভারতীয় সময় রাত ৮ঃ০০টায়

East Bengal (Photo Credit: East Bengal FC/ X)

আজ ৪ অক্টোবর বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে ইস্টবেঙ্গলের মুখোমুখি হবে বেঙ্গালুরু এফসি। হায়দরাবাদ এফসির বিরুদ্ধে ক্লেটন সিলভার ফ্রি-কিকে সাহায্যে প্রথম জয় পেল কার্লোস কুয়াড্রাটের ইস্টবেঙ্গল। তবে ঘরের মাঠে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে তাঁদের। গত মরশুমে সাইমন গ্রেসনের দল রানার্স-আপ হয়েছিল। ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ঘরের মাঠে বোর্ডে প্রথম জয় পেতে চাইবে তারা। চলতি মরশুমে বেঙ্গালুরু এফসির শুরুটা একদম ভালো হয়নি। বেশ কিছু শক্তিশালী প্রতিপক্ষ কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধে ২-১ গোলে হারের পর মোহনবাগান সুপার জায়ান্টের বিরুদ্ধেও ১-০ ব্যবধানে হারের মুখ দেখতে হয়েছে তাঁদেরকে। দলে অধিনায়ক সুনীল ছেত্রী এবং আক্রমণকারী রোহিত দানুকে এশিয়ান গেমস অভিযানের পরে স্বাগত জানানো হলে তাঁদের খেলায় পরিবর্তন আসতে পারে, তবে প্রথম একাদশে ফিরে আসার আগে তাদের কিছুটা বিশ্রাম দেওয়া হতে পারে। Neeraj Chopra Javelin Final, Asian Games Live Streaming: সোনার লড়াইয়ে 'সোনার ছেলে' নীরজ, জ্যাভ্লিন ফাইনাল সরাসরি দেখবেন যেখানে

ইস্টবেঙ্গল এফসির সম্ভাব্য দলঃ প্রভসুখন সিং গিল (গোলরক্ষক), নিশু কুমার/মহম্মদ রাকিপ, হরমনজোত খাবরা, হোসে পারদো, মান্দার রাও দেশাই, সৌভিক চক্রবর্তী, সাউল ক্রেস্পো, বোরজা হেরেরা, নন্দকুমার সেকার, নাওরেম মহেশ সিং এবং ক্লিটন সিলভা।

বেঙ্গালুরু এফসির সম্ভাব্য দলঃ গুরপ্রীত সিং সান্ধু (গোলরক্ষক), জেসেল কার্নেইরো, স্লাভকো দামজানোভিচ, আলেকজান্দার জোভানোভিচ, পরাগ শ্রীভাস, রোহিত কুমার, সুরেশ সিং, জাভি হার্নান্দেজ, নামগিয়াল ভুটিয়া, শিবশক্তি নারায়ণন এবং কার্টিস মেইন।

কবে, কোথায় আয়োজিত হবে ইস্টবেঙ্গল এফসি বনাম বেঙ্গালুরু এফসি, আইএসএল ২০২৩ ম্যাচ?

৪ অক্টোবর বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে (Sree Kanteerava Stadium, Bangalore) আয়োজিত হবে ইস্টবেঙ্গল এফসি বনাম বেঙ্গালুরু এফসির ম্যাচ।

কখন থেকে শুরু হবে ইস্টবেঙ্গল এফসি বনাম বেঙ্গালুরু এফসি, আইএসএল ২০২৩ ম্যাচ?

ইস্টবেঙ্গল এফসি বনাম বেঙ্গালুরু এফসি, আইএসএল ২০২৩ ম্যাচ শুরু হবে ভারতীয় সময় রাত ৮ঃ০০টায়।

জেনে নিন টিভিতে কোথায় দেখবেন ইস্টবেঙ্গল এফসি বনাম বেঙ্গালুরু এফসি, আইএসএল ২০২৩ ম্যাচ

সরাসরি টিভিতে ইস্টবেঙ্গল এফসি বনাম বেঙ্গালুরু এফসি, আইএসএল ২০২৩ ম্যাচ ভারতে দেখবেন স্পোর্টসে-১৮ নেটওয়ার্কে।

জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন ইস্টবেঙ্গল এফসি বনাম বেঙ্গালুরু এফসি, আইএসএল ২০২৩ ম্যাচ

সরাসরি অনলাইনে দেখতে পাবেন জিওসিনেমা অ্যাপে।