Chennaiyin FC vs Punjab FC, ISL 2023 Live Streaming: চেন্নাইয়িন এফসি বনাম পঞ্জাব এফসি, আইএসএল ২০২৩, সরাসরি দেখবেন যেখানে
চেন্নাইয়িন এফসি বনাম পঞ্জাব এফসি, আইএসএল ২০২৩ ম্যাচ শুরু হবে ভারতীয় সময় রাত ৮ঃ০০টায়
ইন্ডিয়ান সুপার লিগে (ISL) নিজেদের প্রথম জয় নিশ্চিত করতে আজ ২৯ অক্টোবর চেন্নাইয়িন এফসির (Chennaiyin FC) মুখোমুখি হবে পাঞ্জাব এফসি (Punjab FC)। প্রতিপক্ষের মতোই চেন্নাইয়ান এফসিরও শুরুটা ছিল চ্যালেঞ্জিং। ওড়িশা এফসি (Odisha FC), নর্থইস্ট ইউনাইটেড এফসি (NorthEast United FC), মোহনবাগান সুপার জায়ান্টের (Mohun Bagan Super Giant) কাছে পরপর তিনটি ম্যাচে হারের মুখ দেখতে হয়েছে তাঁদের। এই পরাজয়ের তালিকায় মারিনা মাচানরা আট গোল হজম করে মাত্র একটি গোল দিতে পারে। তবে, সাম্প্রতিক আন্তর্জাতিক বিরতিতে উন্নতির জন্য মূল্যবান সময় পেয়েছে তারা যার ফলে হায়দরাবাদ এফসির বিরুদ্ধে ১-০ গোলে জয় পায় চেন্নাই। আইএসএলে তিন ম্যাচের আয়োজক চেন্নাইয়িন এফসি ঘরের মাঠে সমর্থকদের সামনে জয়ের ধারা বজায় রাখতে চাইবে। অন্যদিকে, আই-লিগ থেকে সদ্য প্রোমোট হওয়া পঞ্জাব এফসি তাদের সামর্থ্য দেখিয়েছে ঠিকই তবে এখনও তাদের প্রথম জয় নিশ্চিত করতে পারেনি। এই মুহূর্তে টেবিলের ১১ নম্বরে রয়েছে তারা। তাদের পয়েন্ট মাত্র ২ সেই কারণে এই প্রথম জয়ের জন্য তাদের খুব প্রয়োজন। Mumbai City vs Hyderabad Result: দু'দলের আত্মঘাতী গোলে ১-১ ব্যবধানে ড্র মুম্বই হায়দারাবাদের ম্যাচ
কবে, কোথায় আয়োজিত হবে চেন্নাইয়িন এফসি বনাম পঞ্জাব এফসি, আইএসএল ২০২৩ ম্যাচ?
২৯ অক্টোবর চেন্নাইয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে (Jawaharlal Nehru Stadium, Chennai) আয়োজিত হবে চেন্নাইয়িন এফসি বনাম পঞ্জাব এফসির ম্যাচ।
কখন থেকে শুরু হবে চেন্নাইয়িন এফসি বনাম পঞ্জাব এফসি, আইএসএল ২০২৩ ম্যাচ?
চেন্নাইয়িন এফসি বনাম পঞ্জাব এফসি, আইএসএল ২০২৩ ম্যাচ শুরু হবে ভারতীয় সময় রাত ৮ঃ০০টায়।
জেনে নিন টিভিতে কোথায় দেখবেন চেন্নাইয়িন এফসি বনাম পঞ্জাব এফসি, আইএসএল ২০২৩ ম্যাচ
সরাসরি টিভিতে চেন্নাইয়িন এফসি বনাম পঞ্জাব এফসি, আইএসএল ২০২৩ ম্যাচ ভারতে দেখবেন স্পোর্টসে-১৮ নেটওয়ার্কে।
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন চেন্নাইয়িন এফসি বনাম পঞ্জাব এফসি, আইএসএল ২০২৩ ম্যাচ
সরাসরি অনলাইনে দেখতে পাবেন জিওসিনেমা অ্যাপে।