Online Football Betting Racket Exposed: বিদেশি মদতে অনলাইনে ফুটবল বেটিং চক্র চালানোর অভিযোগ, লুকআউট সার্কুলার ওড়িশার যুবকের নামে

ওড়িশা পুলিশের আর্থিক দুর্নীতি দমন শাখার অনুরোধে ব্যুরো অফ ইমিগ্রেশন মহম্মদ সাইফের নামে লুকআউট সার্কুলার জারি করেছে।

Photo Credits: IANS

চিন (China) ও দুবাইয়ে (Dubai) থাকা সাইবার অপরাধীদের (cyber scammers) মদতে ভারতে (India) অনলাইন ফুটবল বেটিং চক্র (online football betting racket) চালানোর অভিযোগ উঠেছিল। এরপর তদন্তে দোষী প্রমাণিত হয় ওড়িশার বাসিন্দা মহম্মদ সাইফ। কিন্তু, তারপর থেকেই অভিযুক্তের সন্ধান পাওয়া যাচ্ছিল না।

বৃহস্পতিবার ভুবনেশ্বর পুলিশ সূত্রে জানা গেছে, ওড়িশা পুলিশের আর্থিক দুর্নীতি দমন শাখার (Economic Offences Wing (EOW) of Odisha police) অনুরোধে ব্যুরো অফ ইমিগ্রেশন ( Bureau of Immigration) মহম্মদ সাইফের নামে লুকআউট সার্কুলার (lookout circular) জারি করেছে। আরও পড়ুন: Railways To Use Artificial Intelligence: দেশজুড়ে সম্প্রসারণ করতে এবার কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্য নেওয়ার পরিকল্পনা ভারতীয় রেলওয়ের