Best FIFA Football Awards Trophy (Photo Credits: Twitter/@FIFA)

আজ ১৭ ডিসেম্বর বসছে ফিফার (FIFA) অ্যাওয়ার্ড শো। ২০১৭ সাল থেকে 'দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ডসের' (Best FIFA Football Awards 2020) মধ্য দিয়ে বছরের সেরা পারফর্মারদের স্বীকৃতি দিয়ে আসছে ফিফা। ২০২০ সালের বেস্ট ফুটবল পুরস্কারের পুরুষ বিভাগ এবং মহিলা বিভাগের মনোনয়ন প্রাপকদের নাম ইতিমধ্যেই ঘোষণা করেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থাটি। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, লিওনেল মেসি এবং রবার্ট লেভান্দোস্কিকে সেরা পুরুষ খেলোয়াড় হিসাবে মনোনীত করা হয়েছে। লড়াই হবে এই তিনজনেরই। অন্য তালিকায় আছেন ভার্জিল ফন ডাইক, কেভিন ডি ব্রুইনা, থিয়াগো আলকানতারা, মহামেদ সালাহ, সাদিও মানে, কিলিয়ান এমবাপ্পে, নেইমার এবং সের্হিও রামোস।

৭টি আলাদা আলাদা বিভাগে পুরস্কার দেবে ফিফা। এছাড়াও বছরের সবচেয়ে দর্শনীয় গোলের পুরস্কার ‘ফিফা পুসকাস অ্যাওয়ার্ড’-র মনোনয়নপ্রাপ্তদের নামও ঘোষণা করেছে ফিফা। মহিলা ফুটবলে এবার দুই লিওঁ তারকা লুসি ব্রোঞ্জ ও ওয়েনডি রেনার্ডের সঙ্গে সেরার দৌড়ে আছেন ডেনমার্কের পেরনিল হার্ডার। বর্ষসেরা পুরুষ কোচের সেরা তিনে বায়ার্নের হান্সি ফ্লিক ও লিভারপুলের ইয়ুর্গেন ক্লপের সঙ্গে আছেন লিডসের আর্জেন্টাইন কোচ মার্সেলো বিয়েলসা। সুইজারল্যান্ডের জুরিখে ফিফার সদরদফতর থেকে অনলাইনে সরাসরি সম্প্রচারের মাধ্যমে ঘোষণা করা হবে পুরস্কার প্রাপকের নাম।

দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ড কবে ও কখন দেখা যাবে?

দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ড সুইজারল্যান্ডের জুরিখে ফিফার সদরদফতর থেকে অনলাইনে সরাসরি সম্প্রচার করা হবে ১৭ ডিসেম্বর। ভারতীয় সময় রাত সাড়ে ১১টার সময় শুরু হবে অনুষ্ঠান।

কোথায় এই অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার দেখা যাবে?

দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ড সরাসরি সম্প্রচার করবে সোনি টেন ২, সোনি টেন ২ এইচডি।

দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ড অনলাইন স্ট্রিমিং কোথায় দেখা যাবে?

দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ডের লাইভ স্ট্রিমিং দেখা যাবে SonyLiv-এ। এছাড়াও FIFA.com-এ গিয়েও ফুটবল ভক্তরা লাইভ দেখতে পাবেন। ইউটিউবে FIFATV চ্যানেলেও দেখানো হবে লাইভ।

The Best FIFA Women’s Player:

The Best FIFA Men’s Player:

The Best FIFA Women’s Goalkeeper:

The Best FIFA Men’s Goalkeeper:

The Best FIFA Women’s Coach:

The Best FIFA Men’s Coach:

FIFA Puskás Award:


আপনি এটাও পছন্দ করতে পারেন

Cristiano Ronaldo: নজির গড়ে ষষ্ঠবার ইউরো কাপে খেলবেন রোনাল্ডো, শেষবার দেশের জার্সিতে সিআরসেভেন

Highest-Paid Athlete: ফোর্বসের সবচেয়ে বেশি আয় করা অ্যাথলেটদের তালিকায় শীর্ষে ক্রিশ্চিয়ানো রোনালদো

Ronaldo Suffers Legal Blow: ক্রিপ্টোকারেন্সি নিয়ে 'অনিরাপদ' প্রচার, আইনি ধাক্কায় ক্রিশ্চিয়ানো রোনালদো

Cristiano Ronaldo-Lionel Messi Reunion?: একসাথে মিয়ামিতে খেলবেন মেসি-রোনালদো? কি বলছে আল-নাসর

IND Squad, FIFA WC Qualifiers: কাতার-কুয়েতের বিপক্ষে সম্ভাব্য দল ঘোষণা ভারতীয় ফুটবল কোচ ইগর স্টিমাচের

Hyderabad FC FIFA Ban: হায়দরাবাদ এফসির ওপর নয়া আন্তর্জাতিক ও জাতীয় স্তরে নিষেধাজ্ঞা জারি ফিফার

Al Nassr vs Damac FC Result: লাপোর্তের গোলে দামাকের বিপক্ষে জয় আল নাসেরের, বেঞ্চে রোনালদো

IND vs AFG FIFA WCQ 2026: গুয়াহাটিতে মাথানত সুনীল ছেত্রীদের, বিশ্বকাপের বাছাই পর্বে আফগানদের কাছে হার ভারতের