Bengaluru FC vs Kerala Blasters, Hero Super Cup Live Streaming: বেঙ্গালুরু এফসি বনাম কেরল ব্লাস্টার্স, হিরো সুপার কাপ, জেনে নিন কোথায়, কখন, সরাসরি দেখবেন খেলা
বেঙ্গালুরু এফসি বনাম কেরল ব্লাস্টার্সের ম্যাচ শুরু হবে ভারতীয় সময় রাত ৮ঃ৩০টায়
বেঙ্গালুরু এফসি বনাম কেরালা ব্লাস্টার্সের মধ্যে আজ ফের প্লে-অফের লড়াই, যে কোনও একটি দলকে হিরো সুপার কাপ ২০২৩-এর সেমিফাইনালে যেতে হলে অবশ্যই জিততে হবে। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে শ্রীনিদি ডেকানের বিরুদ্ধে ড্রয়ের পর চলতি মরসুমে সুপার কাপে বেঙ্গালুরু এফসি আইলিগ বিজেতা রাউন্ডগ্লাস পাঞ্জাবকে ২-০ গোলে হারায়। গত মাসে আইএসএল প্লে-অফ ম্যাচে অধিনায়ক সুনীল ছেত্রীর করা ফ্রি-কিক থেকে গোল নিয়ে বিতর্কের পর প্রথমবার কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধে মাঠে নামবে তারা। সেই ম্যাচে যদিও কেরালা ব্লাস্টার্স গোলের বিরুদ্ধে লড়াই করেছিল এবং প্রতিবাদে নেমেছিল, শৃঙ্খলাবদ্ধ শাস্তির জন্য অনুপ্রাণিত হয়েছিল কিন্তু কোনো লাভ হয়নি, বেঙ্গালুরু প্রতিযোগিতায় এগিয়ে যায়। সর্বভারতীয় ফুটবল ফেডারেশন কেরালাকে জনসমক্ষে ক্ষমা এবং বড় অঙ্ক জরিমানা করে। আজ রবিবার অসমাপ্ত লড়াইয়ের ওপর সমর্থকদের নজর থাকবে নিঃসন্দেহে।
কবে, কোথায় আয়োজিত হবে বেঙ্গালুরু এফসি বনাম কেরল ব্লাস্টার্স, হিরো সুপার কাপ?
কোঝিকোড়ের ইমএস কর্পোরেশন স্টেডিয়ামে (EMS Corporation Stadium, Kozhikode) বেঙ্গালুরু এফসি বনাম কেরল ব্লাস্টার্স, হিরো সুপার কাপের ম্যাচ আয়োজিত হবে।
কখন থেকে শুরু হবে বেঙ্গালুরু এফসি বনাম কেরল ব্লাস্টার্স, হিরো সুপার কাপ?
হিরো সুপার কাপের বেঙ্গালুরু এফসি বনাম কেরল ব্লাস্টার্সের ম্যাচ শুরু হবে ভারতীয় সময় রাত ৮ঃ৩০টায়।
জেনে নিন টিভিতে কোথায় সরাসরি দেখবেন খেলা
সরাসরি টিভিতে খেলা দেখতে পাবেন সোনি স্পোর্টস নেটওয়ার্কে (Sony Sports Network)
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন খেলা
সরাসরি অনলাইনে দেখতে পাবেন সোনি-লিভ অ্যাপে (Sony-Liv) এবং FanCode অ্যাপে।