Bengaluru FC vs FC Goa, ISL 2023 Live Streaming: বেঙ্গালুরু এফসি বনাম এফসি গোয়া, আইএসএল ২০২৩, সরাসরি দেখবেন যেখানে

বেঙ্গালুরু এফসি বনাম এফসি গোয়া, আইএসএল ২০২৩ ম্যাচ শুরু হবে ভারতীয় সময় রাত ৮ঃ০০টায়

FC Goa, ISL 2023 (Photo Credit: FC Goa/ X)

আজ ২৫ অক্টোবর বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে আইএসএলের পঞ্চম সপ্তাহে প্রথম ম্যাচে এফসি গোয়ার (FC Goa) মুখোমুখি হবে বেঙ্গালুরু এফসি

(Bengaluru FC)। চলতি মরসুমের শুরুটা হতাশাজনক হলেও দু'সপ্তাহের বেশি আগে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ২-১ গোলে জয়ের সুবাদে খেলায় ফিরেছে আয়োজকরা। ঘরের মাঠে ইস্টবেঙ্গলকে হারিয়ে চলতি মরসুমের প্রথম তিন পয়েন্ট নিশ্চিত করে তারা। আইএসএলের আসন্ন ম্যাচে এফসি গোয়ার বিরুদ্ধে সেই ছন্দ ধরে রাখতে মরিয়া সুনীল ছেত্রীর দল। এদিকে, তিন ম্যাচেই জয় নিয়ে লিগ টেবিলে মোহনবাগান সুপার জায়ান্টের পর দ্বিতীয় স্থানে উঠে এসেছে এফসি গোয়া। এই ম্যাচে তারা ফেভারিট। তবে নোয়া সাদোই ও ব্র্যান্ডন ফার্নান্ডেজকে ছাড়াই মাঠে নামবে তারা। ইনজুরির কারণে মাঠের বাইরে থাকতে হচ্ছে তাদের। Mohun Bagan SG vs Basundhara Kings, AFC Highlights: এএফসি কাপে বসুন্ধরা কিংসের বিপক্ষে ২-২ গোলে ড্র মোহনবাগান এসজির

বেঙ্গালুরু এফসির সম্ভাব্য দলঃ গুরপ্রীত সিং সান্ধু (গোলরক্ষক), নামগিয়াল ভুটিয়া, স্লাভকো দামজানোভিচ, আলেকজান্দার জোভানোভিচ, পরাগ শ্রীভাস, রোহিত কুমার, সুরেশ সিং, জাভি হার্নান্দেজ, সুনীল ছেত্রী, নাওরেম রোশন সিং এবং কার্টিস মেইন।

এফসি গোয়ার সম্ভাব্য দলঃ অর্শদীপ সিং (গোলরক্ষক), সেরিটন ফার্নান্ডেজ, ওদেই ওনানইয়া, সন্দেশ ঝিঙ্গান, জয় গুপ্ত, রাওলিন বোর্গেস, কার্ল ম্যাকহিউজ, ব্র্যান্ডন ফার্নান্ডেজ, ভিক্টর রদ্রিগেজ, উদান্ত সিং, কার্লোস মার্টিনেজ।

কবে, কোথায় আয়োজিত হবে বেঙ্গালুরু এফসি বনাম এফসি গোয়া, আইএসএল ২০২৩ ম্যাচ?

২৫ অক্টোবর বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে (Sree Kanteerava Stadium, Bengaluru) আয়োজিত হবে বেঙ্গালুরু এফসি বনাম এফসি গোয়ার ম্যাচ।

কখন থেকে শুরু হবে বেঙ্গালুরু এফসি বনাম এফসি গোয়া, আইএসএল ২০২৩ ম্যাচ?

বেঙ্গালুরু এফসি বনাম এফসি গোয়া, আইএসএল ২০২৩ ম্যাচ শুরু হবে ভারতীয় সময় রাত ৮ঃ০০টায়।

জেনে নিন টিভিতে কোথায় দেখবেন বেঙ্গালুরু এফসি বনাম এফসি গোয়া, আইএসএল ২০২৩ ম্যাচ

সরাসরি টিভিতে বেঙ্গালুরু এফসি বনাম এফসি গোয়া, আইএসএল ২০২৩ ম্যাচ ভারতে দেখবেন স্পোর্টসে-১৮ নেটওয়ার্কে।

জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন বেঙ্গালুরু এফসি বনাম এফসি গোয়া, আইএসএল ২০২৩ ম্যাচ

সরাসরি অনলাইনে দেখতে পাবেন জিওসিনেমা অ্যাপে।



@endif