ATK Mohan Bagan out of Super Cup: জামশেদপুরের কাছে হেরে হিরো সুপার কাপ থেকে ছিটকে গেল আইএসএল বিজেতা মোহনবাগান

ম্যাচের শুরুতেই যে ভুলগুলো করেছিল মোহনবাগান, তা থেকে শিক্ষা নেননি মোহনবাগানের ডিফেন্ডাররা

Dimitrios Petratos, Mohan Bagan (Photo Credit: ATK Mohan Bagan FC/ Twitter)

শুক্রবার রাতে ইন্ডিয়ান সুপার লিগ চ্যাম্পিয়ন এটিকে মোহনবাগান সুপার কাপ থেকে ছিটকে যাওয়ার পর এইএমএস কর্পোরেশন স্টেডিয়ামে রীতিমতো বিব্রতকর অবস্থায় পড়ে। গ্রুপ 'সি'র গুরুত্বপূর্ণ ম্যাচে জামশেদপুরের বিরুদ্ধে হারের মুখ দেখতে হয়েছে সবুজ-মেরুনকে। ০-৩ গোলের এই হার সাম্প্রতিক সময়ে তাদের অন্যতম খারাপ হার। এই জয় জামশেদপুরকে সেমিফাইনালে নিয়ে গেলেও মোহনবাগানের স্বপ্ন ভেঙ্গে দেয়। অন্যদিকে, প্রকৃত অর্থে কোঝিকোড়ে জামশেদপুরের দিন ছিল। ২২ মিনিটে একবার এগিয়ে যাওয়ার পর আর পিছনে ফিরে তাকাতে হয়নি আইডি বুথ্রোয়েডের ছেলেদের।

মেরিনার্স রক্ষণের জন্য ক্রমাগত সমস্যা তৈরি করে যাচ্ছিলেন ক্রিভেলারো। ম্যাচের শুরুতেই যে ভুলগুলো করেছিল মোহনবাগান, তা থেকে শিক্ষা নেননি মোহনবাগানের ডিফেন্ডাররা। ৪৩ মিনিটে তারা একই ভুল করে বরিস সিং থাঙ্গজামকে আবার গোলের সুযোগ দেয়। বক্সের ভিতরে মেরিনার্সের রক্ষণভাগকে আরও একবার নিস্ক্রিয় করে ফেলেন ২৩ বছর বয়সী এই ফুটবলার। ঋত্বিক দাসের পাস থেকে বল পেয়ে ব্যবধান ২-০ করেন বরিস। দ্বিতীয়ার্ধে খেলা কিছুটা শারীরিকভাবে পরিবর্তিত হয় যখন উভয় দলই প্রায়শই অন্যায় উপায় ব্যবহার করে। অনেকবারই রেফারিকে হলুদ কার্ড দেখাতে হয়েছে। ৬৭ মিনিটে দিমিত্রিওস পেট্রাটোসের সামনে সুযোগ ছিল মোহনবাগানকে ম্যাচে ফিরিয়ে আনার। কিন্তু ফরোয়ার্ডের ফ্রি-কিক লক্ষ্যভ্রষ্ট হয়। বিরতির পাঁচ মিনিটের মাথায় হ্যারি সয়ার বক্সের ভেতর থেকে বল পেয়ে জালে জড়ান।