Argentina: প্যারাগুয়েতে হার বিশ্বচ্যাম্পিয়ন মেসিদের, ভেনেজুয়েলার কাছে আটকে গেল ব্রাজিল

বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার হার। বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচে প্যারাগুয়ের কাছে ১-২ গোলে হেরে বিশ্ব চ্যাম্পিয়নরা। গত পাঁচটি ম্যাচের মধ্যে ২টি-হার, একটি ড্র করল আর্জেন্টিনা।

Lionel Messi against Paraguay. (Photo Credits: X)

বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা (Argentina National Football team)-র হার। বিশ্বকাপের বাছাই পর্বের (FIFA World Cup Qualifiers 2026) ম্যাচে প্যারাগুয়ের (Paraguay) কাছে ১-২ গোলে হেরে বিশ্ব চ্যাম্পিয়নরা। গত পাঁচটি ম্যাচের মধ্যে ২টি-হার, একটি ড্র করল আর্জেন্টিনা।  প্যারাগুয়েতে হওয়া এই ম্যাচের ১১ মিনিটে লাউতেরো মার্টিনেজের গোলে এগিয়ে গিয়েছিল আর্জেন্টিনা। তখন মনে হচ্ছিল ১১ বছর পর প্যারাগুয়ের মাটিতে জিততে না পারার রেকর্ডটা মেসিরা এদিন ভাঙবেন। কিন্তু আট মিনিট বাদেই সানাব্রিয়ার গোলে সমতায় ফেরে প্যারাগুয়ে। আর এরপর বিরতির ঠিক পরেই মেসিদের চমকে জয়সূচক গোলটি করেন ওমর আলদেরেতে। এরপর ম্যাচে সমতায় ফেরার অনেক চেষ্টা করেও সফল হননি মেসিরা।

বিশ্বকাপ জেতার পর কোপা আমেরিকায় চ্যাম্পিয়ন হওয়া, টানা একটার পর একটা ম্যাচে অনায়াসে জিতে বেশ ছন্দেই ছিলেন লিওনেল মেসিরা। কিন্তু এবার মেসিদের খেলা চিন্তায় রাখছে আর্জেন্টিনার সমর্থকদের। কলম্বিয়ার পর প্যারাগুয়ের কাছে হেরে লিওনেল স্কালোনের দল বোঝাল ২০২৬ বিশ্বকাপের আগে তাদের নিয়ে উদ্বেগ থাকছে। লাতিন আমেরিকার বাছাই পর্বে ১১ ম্যাচে ২২ পয়েন্ট পেয়ে আর্জেন্টিনা এখনও শীর্ষস্থানে ঠিকই, কিন্তু আগামিকাল উরুগুয়ে-কে যদি কলম্বিয়া হারিয়ে দেয় তাহলে মেসিদের ধরে ফেলবেন লুইস সুয়ারেজ-মার্সেলো বিয়েলসা-রা।

হেরে গেল আর্জেন্টিনা

দেখুন কীভা৩বে পেনাল্টি মিস করলেন ব্রাজিলের তারকা ভিনিসিয়াস জুনিয়র

এদিকে, বাছাই পর্বের ম্যাচে ভেনেজুয়েলার কাছে আটকে গেল ব্রাজিল। রিপানহোর ৪১ মিনিটের গোলে এগিয়ে গিয়েছিল ব্রাজিল। বিরতির ঠিক পরে ভেনেজুয়েলা সমতায় ফেরে। পেনাল্টি নষ্ট করেন ভিনিসিয়াস জুনিয়র। ১১টি ম্যাচ খেলে ১৭ পয়েন্ট ব্রাজিল এখনও লিগ তালিকায় তিন নম্বরে। তবে একটা ম্যাচ কম খেলে উরুগুয়ে একেবারে ঘাড়ের কাছে নি:শ্বাস ফেলছে।