Igor Stimac show caused by AIFF: সংবাদমাধ্যমে 'আক্রমক' মন্তব্যের জন্য ভারতীয় ফুটবল দলের প্রধান কোচ ইগর স্টিমাচকে শোকজ সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের
ইস্টবেঙ্গল, কেরল ব্লাস্টার্স, মুম্বই সিটি, জামশেদপুর এফসি, পঞ্জাব এফসি, ওড়িশা এফসি শিবিরের শুরুতেই নিজেদের ফুটবলারদের ছেড়ে না দেওয়ায় টিম ম্যানেজমেন্টের কপালে চিন্তার ভাঁজ পড়েছে এবং যা প্রধান কোচ ইগর স্টিমাচকে ক্ষুব্ধ করে
শনিবার অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ) সিনিয়র পুরুষ দলের প্রধান কোচ ইগর স্টিমাচকে শোকজ নোটিশ পাঠিয়েছে। এর কারণ হিসেবে ভারতীয় ফুটবলে কর্মকর্তাদের নিয়ে মন্তব্য করে তার নিয়োগকর্তাদের দ্বারা চুক্তির লঙ্ঘন গণ্য করেছেন। সাম্প্রতিক এশিয়ান গেমস, বিশ্বকাপ কোয়ালিফায়ার এবং এশিয়ান কাপের প্রস্তুতিতে জাতীয় শিবিরে ফুটবলারদের ছেড়ে দিতে অনিচ্ছুক আইএসএলের কয়েকটি ক্লাবকে আক্রমণ করে স্টিমাচ বলেছেন, ভারতীয় ফুটবলের যদি তাঁর সাহায্যের প্রয়োজন হয়, তাহলে তাঁকে সত্যিটা বলতে হবে। প্রাক্তন ক্রোয়েশিয়ান ডিফেন্ডার তাঁর মতামত নিয়ে প্রকাশ্যে এসে এআইএফএফকে প্রশ্ন করা তাঁদের পছন্দ হয়নি সেই কারণে তারা কোচকে শোকজ পাঠিয়েছে। পিটিআইকে এআইএফএফের এক সূত্র জানিয়েছে, 'এটা শুধু সাম্প্রতিক মন্তব্য নয়, এটা বেশ কিছুদিন ধরেই ঘটছে। তিনি এআইএফএফ-এর সঙ্গে চুক্তি ভঙ্গ করছেন। যদি তাঁর কোনও সমস্যা থাকে, তা হলে তিনি প্রকাশ্যে না গিয়ে সরাসরি ফেডারেশনের সঙ্গে আলোচনা করতে পারতেন।' FIFA World Cup 2026 Qualifiers: ফিফা বিশ্বকাপ বাছাইপর্বে ভারতের প্রথম দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ভুবনেশ্বর ও গুয়াহাটিতে
ইস্টবেঙ্গল, কেরল ব্লাস্টার্স, মুম্বই সিটি, জামশেদপুর এফসি, পঞ্জাব এফসি, ওড়িশা এফসি শিবিরের শুরুতেই নিজেদের ফুটবলারদের ছেড়ে না দেওয়ায় টিম ম্যানেজমেন্টের কপালে চিন্তার ভাঁজ পড়েছে এবং যা প্রধান কোচ ইগর স্টিমাচকে ক্ষুব্ধ করে। গত অগস্টে ইন্ডিয়ান সুপার লিগের বাছাইপর্ব ও এএফসি এশিয়ান কাপের প্রস্তুতি শিবিরের জন্য নির্বাচিত ফুটবলারদের ছেড়ে দেওয়ার জন্য সমস্ত ক্লাবকে অনুরোধ করেছিলেন স্টিমাচ। সোশ্যাল মিডিয়ায় একটি বিবৃতি প্রকাশ করে স্টিমাচ আগেই জানিয়েছিলেন, ভারতীয় ফুটবল এখন 'গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে' রয়েছে এবং ক্লাবগুলিকে একত্রিত হয়ে জাতীয় দলকে সমর্থন করার জন্য অনুরোধ করেছিলেন বিশেষ করে বড় টুর্নামেন্টগুলি এগিয়ে আসার সঙ্গে সঙ্গে।
আগামী ৭ সেপ্টেম্বর থেকে থাইল্যান্ডে শুরু হতে যাওয়া চার দিনের কিংস কাপ টুর্নামেন্টে খেলার জন্য ভারতীয় দল যখন প্রস্তুতি নিচ্ছে, তখনই স্টিমাচের এই মন্তব্য আসে। থাইল্যান্ডে সফর শেষে চীনে অনুষ্ঠিত হবে এশিয়ান অনূর্ধ্ব-২৩ বাছাইপর্ব। ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া এশিয়ান গেমসেও অংশ নেবে দল। অক্টোবরে মালয়েশিয়ায় মের্দেকা কাপে অংশ নেবে ভারত। ২০২৬ বিশ্বকাপ ও এশিয়ান কাপের যৌথ বাছাইপর্ব নভেম্বরে এবং এশিয়ান কাপ জানুয়ারিতে শুরু হওয়ার কথা। শুরুতে ২৮ জন ফুটবলারের মধ্যে মাত্র ১২ জন সম্প্রতি একটি শিবিরে অনূর্ধ্ব-২৩ দলের ফুটবলারদের দেখা পেয়েছেন। ক্লাবগুলো খেলোয়াড়দের মুক্তি দিতে অস্বীকৃতি জানানোর কারণে একবার শিবির স্থগিত করা হয়।
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)