AFC Asian Cup India Schedule: এক নজরে ভারতের এফসি এশিয়ান কাপের সূচি

উদ্বোধনী ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ভারতীয় পুরুষ ফুটবল দল

Indian Football Team (Photo Credit: @SouthAsianBall/ X)

আগামী ১৩ জানুয়ারি কাতারের আল রায়ানের আহমেদ বিন আলী স্টেডিয়ামে এএফসি এশিয়ান কাপ ২০২৩-এর উদ্বোধনী ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ভারতীয় পুরুষ ফুটবল দল। উদ্বোধনী ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হওয়ার পর আগামী ১৮ জানুয়ারি একই ভেন্যুতে উজবেকিস্তানের মুখোমুখি হবে ব্লু টাইগার্স। প্রধান কোচ ইগর স্টিমাকের তত্ত্বাবধানে আগামী ২৩ জানুয়ারি আল খোরের আল বায়েত স্টেডিয়ামে তৃতীয় ও শেষ গ্রুপ ম্যাচে সিরিয়ার মুখোমুখি হবে ভারত। কাতারে অনুষ্ঠেয় এএফসি এশিয়ান কাপের ১৮তম আসরে ২৪টি দল অংশ নেবে। অংশগ্রহণকারী দলগুলোকে চারটি করে দলের ছয়টি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতিটি দল তাদের গ্রুপের অন্য দলগুলোর সঙ্গে একবার করে খেলবে। প্রতিটি গ্রুপথেকে সেরা দুটি দল এবং সেরা চারটি তৃতীয় স্থান অর্জনকারী দল নকআউট পর্বে উঠবে, যার মধ্যে রাউন্ড অফ ১৬, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল এবং ফাইনাল রয়েছে। ২০২৩ সালের এএফসি এশিয়ান কাপের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ফেব্রুয়ারিতে লুসাইল স্টেডিয়ামে। AFC Asian Cup Live Streaming: কোথায় দেখবেন এফসি এশিয়ান কাপের ভারতের ম্যাচ? জানুন বিস্তারিত

দেখুন সূচি



@endif