ENG vs IND Test Series 2025: জাদেজা-সুন্দরের লড়াই থেকে গিলের ২৬৯, নাটকীয় সিরিজে পাঁচটা স্মরণীয় নাটকীয় মোড়
একেবারে তুল্যমূল্য হল সিরিজ। শেষে ২-২ ফলটাই এই সিরিজের সঠিক বিচার হল। যখন দুই দল কোণঠাসা হয়ে পড়েছিল, ততবার অবিশ্বাস্য কায়দায় ঘুরে দাঁড়ায় তারা। ওভাল টেস্টের চতুর্থ টিম ইন্ডিয়ার বোলাররা যেমনটা করলেন।
ENG vs IND Test Series 2025: একেবারে নাটকীয়ভাবে শেষ হল ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ ২০২৫। শুভমন গিল বনাম বেন স্টোকসদের মধ্যে সিরিজটা গত বেশ কয়েক বছরের মধ্যে সেরা বলা হচ্ছে। একেবারে পেন্ডুলামের কাঁটার মত ঘুরল সিরিজ। একেবারে তুল্যমূল্য হল সিরিজ। শেষে ২-২ ফলটাই এই সিরিজের সঠিক বিচার হল। যখন দুই দল কোণঠাসা হয়ে পড়েছিল, ততবার অবিশ্বাস্য কায়দায় ঘুরে দাঁড়ায় তারা। ওভাল টেস্টের চতুর্থ টিম ইন্ডিয়ার বোলাররা যেমনটা করলেন। জো রুট, হ্যারি ব্রুক প্রায় জিতিয়ে দিয়েছিলেন, কিন্তু সেখান তেকে মহম্মদ সিরাজ-প্রসিধ কৃষ্ণারা অবিশ্বাস্যভাবে জেতালেন।
বেন ডাকেট এবার এটাই করেছিলেন সিরিজের প্রথম লিডস টেস্টে। রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর-রা তেমনটাই করে দেখান ম্যানচেস্টার টেস্টের শেষ দিনে।
এক নজরে দেখে নেওয়া সদ্য শেষ হওয়া ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ ২০২৫
১) ওভালে জো রুটের আউটের পর ইংল্যান্ডের ধস
ওভালে জো রুট- হ্যারি ব্রুকের চতুর্থ উইকেটে ১৯৫ রানের পার্টনারশিপ, জোড়া সেঞ্চুরিতে একটা সময় মনে হচ্ছিল, হাসতে হাসতে সিরিজ ৩-১ জিতবেন ওলি পোপরা। একটা সময় ইংল্যান্ডের জিততে দরকার ছিল মাত্র ৭৩ রান, হাতে তখনও ৭ উইকেট। কিন্তু হ্যারি ব্রুক (১১১)-র আউটের পরই খেলা ঘুরতে থাকে। তবু রুট যতক্ষণ ক্রিজে ছিলেন একবারও মনে হয়নি গিলরা সিরিজে সমতায় ফিরতে পারবেন। একটা সময় ইংল্যান্ডকে জিততে হলে করতে হত ৩৭ রান, হাতে ৫ উইকেট। কাল, খেলার শেষের দিকে ১৪ বলের মধ্যে জ্যাকব বেথেল (৫) ও জো রুট (১০৫)-র আউটের পর ম্যাচে ফেরে টিম ইন্ডিয়া। বাকিটা সিরাজের জাদু...
২) ম্য়ানচেস্টারে চতুর্থ ইনিংসে রবীন্দ্র জাদেজা-ওয়াশিংটন সুন্দরের সেঞ্চুরি
ম্য়ানচেস্টারে সিরিজের চতুর্থ টেস্টে চতুর্থ ইনিংসে ৩১১ রানে পিছিয়ে পড় নিশ্চিত হারের মুখে দাঁড়িয়েছিল ভারত। ম্যাচ বাঁচাতে হলে ব্যাট করতে হত দেড় দিন। তার মধ্যে প্রথম ওভারেই শূন্য রানে আউট হয়ে যান যশস্বী জয়সওয়াল ও সাই সুদর্শন। সেখান থেকে কেএল রাহুল (৯০), শুভমন গিল (১০৩), রবীন্দ্র জাদেজা (১০৭ অপরাজিত) ও ওয়াশিংটন সুন্দর (অপরাজিত ১০১) রানের অবিশ্বাস্য ইনিংস খেলে ম্যাচ বাঁচান, এবং সিরিজ টেনে নিয়ে যান পঞ্চম টেস্ট কিংস্টন ওভালে।
৩) লর্ডসে রবীন্দ্র জাদেজার চতুর্থ ইনিংসে অবিশ্বাস্য লড়াই
লর্ডসের চতুর্থ ইনিংসে নিশ্চিত হারের মুখে দাঁড়িয়ে রবীন্দ্র জাদেজার লড়াকু ইনিংসের কথাটা না হলে সিরিজটা নিয়ে আলোচনা বৃথা হবে। ক্রিকেটের মক্কায় সব প্রতিষ্ঠিত ব্য়াটার আউট হয়ে যাওয়ার পর চতুর্থ ইনিংসে ১৮১ বলে ৬১ রানের ইনিংস খেলে দলকে সবচেয়ে অবিশ্বাস্য জয় এনে দিচ্ছিলেন। শেষে অবশ্য সিরাজ বোল্ড হয়ে যাওয়ায় ভারত হেরে যায়, কিন্তু জাদেজা অপরাজিত থাকেন।
৪) এজবাস্টনে আকাশদীপের স্বপ্নের স্পেল
সিরিজের দ্বিতীয় টেস্ট বার্মিংহ্য়ামের এজবাস্টেনে বাংলার পেসার আকাশদীপের ১০ উইকেটের বোলিংটা সিরিজে টিম ইন্ডিয়ার মনোবলকে অনেকটা এগিয়ে দেন। বুমরার অনুপস্থিতি, সিরিজে ০-১ পিছিয়ে থেকে নেমেও শুভমন গিলের ডবল সেঞ্চুরি সহ দুই ইনিংস মিলিয়ে ৪৩০ রান ও আকাশদীপের ১০ উইকেটের সৌজন্যে ভারত নজির গড়া ৩৩৬ রানে জিতে সিরিজে ১-১ সমতায় ফিরেছিল।
৫) লিডসের দ্বিতীয় ইনিংসে বেন ডাকেটের অবিশ্বাস্য ১৪৯ রান
সিরিজের প্রথম টেস্ট লিডসের দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের ওপেনার বেন ডাকেটের অবিশ্বাস্য ১৪৯ রান একেবারে অবিশ্বাস্য ছিল।
এক নজরে ভারত-ইংল্যান্ড পাঁচ টেস্টের সিরিজের ফল
প্রথম টেস্ট (লিডস): ইংল্যান্ড জয়ী ৫ উইকেটে। ম্যাচের সেরা- বেন ডাকেট
দ্বিতীয় টেস্ট (এজবাস্টন): ভারত জয়ী ৩৩৬ রানে। ম্যাচের সেরা- শুভমন গিল
তৃতীয় টেস্ট (লর্ডস): ইংল্যান্ড জয়ী ২২ রান। ম্য়াচের সেরা- বেন স্টোকস।
চতুর্থ টেস্ট (ম্য়ানচেস্টার): ড্র। ম্য়াচের সেরা- বেন স্টোকস।
পঞ্চম টেস্ট (ওভাল): ভারত জয়ী ৬ রানে। ম্যাচের সেরা-মহম্মদ সিরাজ।
সিরিজ সেরা- শুভমন গিল (ভারত), হ্যারি ব্রুক (ইংল্যান্ড)
সিরিজের ফল- ভারত ২: ইংল্যান্ড: ২।
সিরিজের সেরারা--
সবচেয়ে বেশি রানসংগ্রহকারী- শুভমন গিল (৭৫৪ রান), কেএল রাহুল (৫৩২)।
সবচেয়ে বেশি উইকেটশিকারি-মহম্মদ সিরাজ (২৩টি), জশপ্রীত বুমরা (১২)।
সবচেয়ে বেশি সেঞ্চুরিয়ানরা- শুভমন গিল (৪টি), জো রুট (৩)
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)