FIFA World Cup 2022 Knockout Stage Schedule: আজ থেকে শুরু প্রি কোয়ার্টার ফাইনাল, রাতে নামছেন মেসিরা, জানুন সূচি-বিনামূল্য কীভাবে দেখা যাবে খেলা

গ্রুপ লিগের খেলা শেষ। ১৬টি দল উঠে গেল প্রি কোয়ার্টার ফাইনালে, ১৬টি দল বিদায় নিল।

Lionel Messi Photo Credit : Twitter@FIFAWorldcup

দোহা, ২ ডিসেম্বর: কাতার বিশ্বকাপে (Qatar World Cup 2022) গ্রুপ লিগের খেলা শেষ। ১৬টি দল উঠে গেল প্রি কোয়ার্টার ফাইনালে, ১৬টি দল বিদায় নিল। এবার থেকে চলতি ফুটবল বিশ্বকাপ নক আউট হয়ে গেল। এবার হারলেই বিদায়। প্রি কোয়ার্টার ফাইনাল পর্বে ব্রাজিল ও আর্জেন্টিনা খেলবে দুই এএফসি-র দেশের বিরুদ্ধে। আজ, শনিবার রাতে মেসিরা খেলবেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। আর ব্রাজিল মঙ্গলবার রাতে নামবে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে। প্রি কোয়ার্টারের আটটি ম্যাচের মধ্যে সবচেয়ে বেশি আকর্ষক হতে চলেছে পর্তুগাল বনাম সুইজারল্যান্ড ম্যাচ। মরক্কো, জাপানের কাছে বড় কিছুর প্রত্যাশা করা হচ্ছে। এই প্রথম ফুটবল বিশ্বকাপের নক আউট পর্বে পাঁচটা মহাদেশের দেশেরাই খেলবে। এএফসি থেকে এই প্রথম তিনটি দেশ নক আউটে খেলবে। ব্রাজিল, আর্জেন্টিনা ছাড়া লাতিন আমেরিকার আর কোনও দেশ শেষ ষোলোয় নেই।

মরক্কো ও জাপান গ্রুপ পর্বে অবিশ্বাস্য খেলে বড় দলগুলিকে পিছনে ফেলে গ্রুপচ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলোয় উঠেছে। প্রি কোয়ার্টারে মরক্কো খেলবে স্পেনের বিরুদ্ধে। আর জার্মানি, স্পেনকে গ্রুপ লিগে হারানো জাপান শেষ ষোলোয় খেলবে গতবারের রানার্স ক্রোয়েশিয়ার বিরুদ্ধে। আরও পড়ুন-ক্যামেরুনের কাছে হেরেও গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল, সার্বিয়াকে হারিয়ে শেষ আটে সুইসরা

গতবারের চ্যাম্পিয়ন ফ্রান্স খেলবে পোল্যান্ডের বিরুদ্ধে। আজ, শনিবার রাত সাড়ে ৮টায় (ভারতীয় সময়) নেদারল্যান্ডস-আমেরিকা ম্যাচ দিয়ে শুরু হচ্ছে প্রি কোয়ার্টার ফাইনাল পর্বের খেলা।

কোন মহাদেশ থেকে নক আউটে কটি দল

ইউরোপ: ৮টি (নেদারল্যান্ডস, ইংল্যান্ড, পোল্যান্ড, ফ্রান্স, স্পেন, ক্রোয়েশিয়া, সুইজারল্যান্ড, পর্তুগাল)

এশিয়া: ২টি (জাপান, দক্ষিণ কোরিয়া)

আফ্রিকা: ২টি (সেনেগাল, মরক্কো)

দক্ষিণ আমেরিকা: ২টি (ব্রাজিল, আর্জেন্টিনা)

উত্তর আমেরিকা: ১টি (আমেরিকা যুক্তরাষ্ট্র)

ওশিয়ানিয়া: ১টি (অস্ট্রেলিয়া)

প্রি কোয়ার্টার ফাইনালের সূচি

নেদারল্যান্ডস বনাম আমেরিকা (শনিবার, ৩ ডিসেম্বর, রাত সাড়ে ৮টা)

আর্জেন্টিনা বনাম অস্ট্রেলিয়া (রবিবার, ৪ ডিসেম্বর, রাত সাড়ে ১২টা)

ফ্রান্স বনাম পোল্যান্ড (রবিবার, ৪ ডিসেম্বর, রাত সাড়ে ৮টা)

জাপান বনাম ক্রোয়েশিয়া (সোমবার, ৫ ডিসেম্বর, রাত ৮.৩০টা)

ইংল্যান্ড বনাম সেনেগাল (সোমবার, ৫ ডিসেম্বর, রাত সাড়ে ১২টা)

মরক্কো বনাম স্পেন (মঙ্গলবার, ৬ ডিসেম্বর, রাত সাড়ে ৮টা)

ব্রাজিল বনাম দক্ষিণ কোরিয়া (মঙ্গলবার ৬ ডিসেম্বর, রাত ১২.৩০টা)

পর্তুগাল বনাম সুইজারল্যান্ড (বুধবার, ৭ ডিসেম্বর, রাত ১২.৩০টা)

টিভিতে কোথায় দেখা যাবে প্রি কোয়ার্টার ফাইনালের ম্যাচ

স্পোর্টস ১৮-র এসডি ও এইচডি চ্যানেলে সরাসরি দেখা যাবে ম্যাচ। পাশাপাশি এমটিভি এইচডি-তেও সরাসরি দেখানো হবে খেলা।

অনলাইনে কীভাবে দেখা যাবে খেলা

জিও সিনেমা অ্যাপের মাধ্যমে সরাসরি সব ম্যাচ দেখা যাবে।