Morocco Beats Spain: টাইব্রেকারে স্পেনকে হারিয়ে প্রথমবার বিশ্বকাপের শেষ আটে মরক্কো
কাতার বিশ্বকাপের নক আউটে প্রথম অঘটন। ১২ বছর আগের বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে টাইব্রেকারে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠল মরক্কো।
দোহা, ৬ ডিসেম্বর: কাতার বিশ্বকাপের (Qatar FIFA World Cup 2022) নক আউটে প্রথম অঘটন। ১২ বছর আগের বিশ্বচ্যাম্পিয়ন স্পেন (Spain)-কে টাইব্রেকারে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠল মরক্কো (Morocco)।আরও একবার বিশ্বকাপে স্পেনকে তাড়া করল টাইব্রেকারের অভিশাপ। বিশ্বকাপের ইতিহাসে চারবার টাইব্রেকারে হেরে বিদায় নিল স্পেন। নির্ধারিত সময়ে ম্যাচ গোলশূন্য অবস্থায় শেষ অবস্থা হওয়ার পর টাইব্রেকারে একটাও গোল করতে পারল না স্পেন।
অন্যদিকে টাইব্রকারে চারটি শট মেরে তিনটিতে গোল করে শেষ আটে উঠল আফ্রিকার দেশ মরক্কো। বিশ্বকাপের ইতিহাসে মরক্কোর এটি পঞ্চম জয়, নক আউটে এই প্রথম। টাইব্রেকারে স্পেনের তিনটি শট আটকে মরক্কোর জয়ে হিরো গোলকিপার ইয়াসিনে বোনো (Yassine Bono)। এই প্রথম বিশ্বকাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালে খেলবে মরক্কো। আরও পড়ুন-সরাসরি পর্তুগাল-সুইজারল্যান্ড ম্যাচ
দেখুন ছবিতে
কাতার বিশ্বকাপে এখনও পর্যন্ত একটা আত্মঘাতী গোল ছাড়া কোনও গোল হজম করেনি মরক্কো। আফ্রিকার এই দেশের ডিফেন্স দারুণ মজবুত, সঙ্গে কাউন্টার আক্রমণেও দারুণ। ফলে আফ্রিকার প্রথম দেশ হিসেবে মরক্কো বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার স্বপ্ন দেখতেই পারে। সেমিফাইনালে উঠতে হলে মরক্কোকে হারাতে হবে পর্তুগাল অথবা সুইজারল্যান্ডকে।
দেখুন শেষ আটে ওঠার পর মরক্কোর ফুটবলাররা
গতবার রাশিয়া বিশ্বকাপে কুড়ি বছর পর মূলপর্বে যোগ্যতা পেয়ে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিল। রাশিয়ায় বোঝা যায়নি এই দেশকটাই কাতারে এত দূর যাবে। এর আগে ১৯৮৬ বিশ্বকাপে প্রি কোয়ার্টার প্রথমবার প্রি কোয়ার্টার ফাইনালে উঠেছিল মরক্কো।
২০১৮ রাশিয়া বিশ্বকাপে আয়োজক দেশের কাছে টাইব্রেকারে হেরে বিদায় নিয়েছিল স্পেন। এবারও সেই প্রি কোয়ার্টারে টাইব্রেকারে হেরে বিদায় নিল ইউরোপের সুপার পাওয়ার দেশ। এবার কাতার বিশ্বকাপে কোস্টারিকাকে ৭-০ গোলে হারায় স্পেন। তারপর জার্মানির বিরুদ্ধে ১-১ গোলে ড্র ও জাপানের কাছে ১-২ গোলে হারে লুইস এনরিকের দল।