Croatia vs Japan: জাপানের হৃদয় ভেঙে টাইব্রেকারে জিতে শেষ আটে ক্রোয়েশিয়া, ব্রাজিলের অপেক্ষায় ক্রোটরা
জাপানকে টাইব্রেকারে হারিয়ে কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠল ক্রোয়েশিয়া। দুরন্ত খেলেও টাইব্রেকারে স্নায়ুর চাপের কাছে হার মানল জাপান।
দোহা, ৫ ডিসেম্বর: জাপানকে টাইব্রেকারে হারিয়ে কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠল ক্রোয়েশিয়া। দুরন্ত খেলেও টাইব্রেকারে স্নায়ুর চাপের কাছে হার মানল জাপান। স্পেন, জার্মানিকে হারিয়ে নক আউটে ওঠার পর এদিন জাপানকে হারতে হল ভাগ্য আর স্নায়ুর কাছে। এদিন ম্যাচের নির্ধারিত সময়ে খেলার ফল ছিল ১-১। বিরতির ঠিক আগে দাইজেন মাইদা-র গোলে এগিয়ে যায় জাপান। এরপর ম্যাচের ৫৫ মিনিটে ইভান পারিসিচের গোলে সমতায় ফেরে ক্রোয়েশিয়া। এরপর অতিরিক্ত সময়েও গোল না হওয়া ম্যাচ গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকার স্নায়ুর চাপে ভোগা জাপানীদের তিনটি শট আটকে ক্রোটদের জেতান গোলকিপার ডোমিনিক লিভাকোভিচ। টাইব্রেকার ক্রোয়েশিয়া জিতল ৩-১-এ।
টাইব্রেকারে তিনটি গোল করে ক্রোয়েশিয়া, সেখানে জাপানীরা তিনটি শট মিস করে, আর গোল করে মাত্র ১টি। এই নিয়ে টানা দুটো বিশ্বকাপের শেষ আটে উঠল ক্রোটরা। আরও পড়ুন-রেকর্ড অর্থে সৌদি আরবের ক্লাব আল নাসারে সই করছেন রোনাল্ডোর, চুক্তি আড়াই বছরের
জাপানের কান্না
১৯৯৮ বিশ্বকাপে প্রথমবার শেষ আটে উঠেছিল ক্রোয়েশিয়া। এরপর ২০১৮ বিশ্বকাপের ফাইনালে খেলে ক্রোটরা। গত বিশ্বকাপে ক্রোয়েশিয়া প্রি কোয়ার্টার ফাইনালে টাইব্রেকারে ডেনমার্ককে হারিয়েছিল। ১৯৯৮ বিশ্বকাপেও টাইব্রেকারে জিতেই শেষ আটে উঠেছিল ক্রোটরা। অন্যদিকে, গত বিশ্বকাপে প্রি কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের বিরুদ্ধে ৯৪ মিনিটে গোল খেয়ে ২-৩ গোলে হেরে বিদায় নিয়েছিল জাপান। সূর্যোদয়ের দেশকে এবারও নক আউটে ভাগ্য সঙ্গ দিল না। বিশ্বকাপের নক আউটে প্রথমবার জয়ের কাছ থেকেই ফিরতে হল জাপানকে।
দেখুন ছবিতে
দেখুন টুইট
শেষ আটে গতবারের রানার্স ক্রোটেদের সম্ভাব্য প্রতিপক্ষ ব্রাজিল। একটু পরেই কোয়ার্টার ফাইনালে ব্রাজিল নামছে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে।