FIFA World Cup 2022, Arg vs Aus: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আজ গ্যালারিতে মেসির দেশের ৩০ হাজারের বেশী মানুষ
গ্রুপ লিগে টানা দুটো ম্যাচে কঠিন প্রতিপক্ষকে হারিয়ে প্রি কোয়ার্টার ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। সৌদি আরবের কাছে অপ্রত্যাশিত হারের পর হৃদয় ভঙ্গ হয়েছিল আর্জেন্টনীয় ভক্তদের।
দোহা, ৩ ডিসেম্বর: গ্রুপ লিগে টানা দুটো ম্যাচে কঠিন প্রতিপক্ষকে হারিয়ে প্রি কোয়ার্টার ফাইনালে উঠেছে আর্জেন্টিনা (Aregentina)। সৌদি আরবের কাছে অপ্রত্যাশিত হারের পর হৃদয় ভঙ্গ হয়েছিল আর্জেন্টনীয় ভক্তদের। তবে মেক্সিক্সো, পোল্যান্ডকে উড়িয়ে যেভাবে লিওনেল মেসিরা নক আউটে উঠলেন, তারপর নীল সাদা জার্সির ভক্তদের মনোবল এখন তুঙ্গে।
আর এই আবহেই আজ, শনিবার রাতে দোহার আহমদ বিন আলি স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনালে ওঠার ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামছেন মেসিরা। আর নক আউটের ম্যাচে মেসিদের জন্য গলা ফাটাতে তাঁর দেশের ৩০ হাজারের বেশী মানুষ বিন আলি স্টেডিয়ামের গ্যালারিতে উপস্থিত থাকবেন। যেখানে এই স্টেডিয়ামে ৪৫-৪৬ হাজার দর্শক খেলা দেখতে পারেন। দর্শক সংখ্যার বিচারে আর্জেন্টিনার সমর্থকরা বাকিদের টেক্কা দিচ্ছেন। মেসির জন্য আবেগ এবারের বিশ্বকাপে তুঙ্গে উঠেছে। আরও পড়ুন- হাতে আঘাতের জের, বাংলাদেশের বিরুদ্ধে একদিনের সিরিজ থেকে বাদ মহম্মদ শামি
দেখুন টুইট
আর্জেন্টিনিয় ৩০ হাজারের দর্শক ভর্তি স্টেডিয়ামে থাকতে চলেছেন ৫-৮ হাজার অস্ট্রেলিয়ানও। এই প্রথম বিশ্বকাপে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও অস্ট্রেলিয়া। গ্রুপ লিগে ফ্রান্সের কাছে হারলেও ডেনমার্ক ও তিউনিসিয়াকে হারায় অজিরা