FIFA World Cup 2022 ARG vs NED: আজ রাতে মেসির ডাচ চ্যালেঞ্জ, জানুন অতীতের রেকর্ড, কখন কীভাবে সরাসরি দেখবেন ম্যাচ

দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে আজ, শুক্রবার রাত সাড়ে ১২টায় (ভারতীয় সময়) লুসেইল স্টেডিয়ামে আর্জেন্টিনা খেলবে নেদারল্যান্ডস। একেবারে হাড্ডাহাডি লড়াই। লিওনেল মেসি দারুণ ফর্মে। ডাচরা আবার চলতি বিশ্বকাপে অপরাজিত। প্রি কোয়ার্টারে আমরিকাকে একেবারে উড়িয়ে দিয়েছে। ডাচরা বিশ্বকাপে বরাবর আর্জেন্টিনার শক্ত গাঁট।

Lionel Messi and Enzo Fernández Photo Credit: Twitter@FIFAWorld Cup

দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে আজ, শুক্রবার রাত সাড়ে ১২টায় (ভারতীয় সময়) লুসেইল স্টেডিয়ামে আর্জেন্টিনা খেলবে নেদারল্যান্ডস। একেবারে হাড্ডাহাডি লড়াই। লিওনেল মেসি দারুণ ফর্মে। ডাচরা আবার চলতি বিশ্বকাপে অপরাজিত। প্রি কোয়ার্টারে আমরিকাকে একেবারে উড়িয়ে দিয়েছে। ডাচরা বিশ্বকাপে বরাবর আর্জেন্টিনার শক্ত গাঁট।

ফিফা ক্রম তালিকা

আর্জেন্টিনা-৩, নেদারল্যান্ডস-৮

ম্যাচ পরিচালনা করবেন (রেফারি): মিগুয়েল মাতউ লাহোজ (স্পেন)।

কাতার বিশ্বকাপে নেদারল্যান্ডস

গ্রুপ লিগে- সেনেগালকে ২-০ হারায়, ইকুয়েডেরর বিরুদ্ধে ১-১ ড্র, কাতারকে হারায় ২-০

প্রি কোয়ার্টারে- আমেরিকাকে হারায় ৩-০ গোলে

কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা

গ্রুপ লিগে- সৌদি আরবের কাছে ০-২ হার, মেক্সিকোর কাছে ২-০ জয়, পোল্যান্ডকে হারায় ২-০ গোলে

প্রি কোয়ার্টারে-অস্ট্রেলিয়াকে হারায় ২-১ গোলে।

সম্ভাব্য একাদশ-

আর্জেন্টিনা-মার্টিনেজ, মোলিনা, রোমেরো, ওতামেন্ডি, আকুনা, দে পল, ফার্নান্ডেজ, ম্যাক আলিস্টার, দি মারিয়া, মেসি, আলভারেজ। কোচ-কোচ-লিওনেল স্কালোনি

নেদারল্যান্ডস-নোপার্ট, তিম্বার, ভান ডিক, আকে, ডামফ্রাইস, দে রুন, দি জং, ব্লাইন্ড, ক্লাসেন, গাকপো, দেপে। কোচ-লুইস ভান গাল

কাদের দিকে তাকিয়ে

আর্জেন্টিনা- লিওনেল মেসি। নেদারল্যান্ডস-গাকপো।

টাইব্রেকার হলে কে এগিয়ে: দুই দলের গোলকিপারই দারুণ। তবে এমিলানো মার্টিনেজের রেকর্ড টাইব্রেকারে ভাল। ৫২:৪৮ এগিয়ে রাখতে হচ্ছে আর্জেন্টিনাকে

আর্জেন্টিনা বনাম নেদারল্যান্ডস মুখোমুখি

মোট ম্যাচ: ৯টি

নেদারল্যান্ডস জয়ী: ৪টি-তে

নিষ্পতি হয়নি (ড্র): ২টি-তে

আর্জেন্টিনা জয়ী: ৩টি-তে

বিশ্বকাপে যখন মুখোমুখি দুই দেশ

মোট ম্যাচ: ৫ বার

নেদারল্যান্ডস জয়ী: ২ বার

নিষ্পতি হয়নি (ড্র): ২

আর্জেন্টিনা জয়ী: ২ বার

বিশ্বকাপে মুখোমুখি দুই দেশ--

১) ১৯৭৪ বিশ্বকাপে, গ্রুপ লিগে: নেদারল্যান্ডস হারায় আর্জেন্টিনাকে। খেলার ফল ৪-০

২) ১৯৭৮ বিশ্বকাপ, ফাইনাল: আর্জেন্টিনা ৩-১ গোলে হারায় নেদারল্যান্ডসকে। এক্সট্রা টাইমে খেলার ফয়সালা হয়।

৩) ১৯৯৮ বিশ্বকাপ, কোয়ার্টার ফাইনাল: নেদারল্যান্ডস হারায় আর্জেন্টিনাকে। খেলার ফল ২-১

৪) ২০০৬ বিশ্বকাপ, গ্রুপ লিগ: আর্জেন্টিনা-নেদারল্যান্ডস ম্যাচ ড্র হয়। খেলার ফল ০-০

৫) ২০১৪ বিশ্বকাপ, সেমিফাইনাল: আর্জেন্টিনা টাইব্রেকারে হারায় নেদারল্যান্ডসকে। নির্ধারিত ৯০ মিনিটের এক্সট্রা টাইম শেষে খেলার ফল ছিল ০-০। খেলার ফল ৪-২।

বিশ্বকাপ ২০২২-এর দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল

আর্জেন্টিনা বনাম নেদারল্যান্ডস

(শনিবার, রাত সাড়ে ১২টা, লুসেইল স্টেডিয়াম)

ভারতে ফিফা বিশ্বকাপ দেখানোর টিভি স্বত্ত্ব কিনেছে 'স্পোর্টস ১৮' (Sports 18)। এই ম্যাচ সরাসরি দেখা যাবে স্পোর্টস ১৮-১ চ্যানেলে। রিলায়েন্স-ভায়াকম ১৮-র নতুন এই স্পোর্টস চ্যানেলের পাশাপাশি এমটিভি এইচডি-তেও হিন্দি কমেন্ট্রিতে সরাসরি দেখানো হবে খেলা। সেখানে বিনামূল্যে সব ম্যাচ অনলাইনে দেখা যাবে জিও সিনেমার (Jio Cinema)মাধ্যমে। বিনামূল্যে সরাসরি স্ট্রিমিং দেখতে হলে জিও সিনেমা অ্যাপে চলে যান। নিজের মোবাইল নম্বর দিয়ে নথিভুক্ত করালেই বিনামূল্যে দেখা যাবে ম্যাচ।



@endif