FIFA Women's WC 2023: মহিলাদের ফুটবল বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে কার বিরুদ্ধে কার খেলা, জানুন সম্পূর্ণ সূচি

মহিলাদের ফুটবল বিশ্বকাপে পড়ে থাকল আর ৮টি দেশ। প্রি কোয়ার্টার ফাইনাল পর্বের শেষে ২৪টি দেশের বিদায় নিশ্চিত হল।

Spanish Women's Football Team (Photo Credit: FIFAWWC/ Twitter)

মহিলাদের ফুটবল বিশ্বকাপে পড়ে থাকল আর ৮টি দেশ। প্রি কোয়ার্টার ফাইনাল পর্বের শেষে ২৪টি দেশের বিদায় নিশ্চিত হল। এদিন প্রি কোয়ার্টার ফাইনালে কলম্বিয়া ১-০ গোলে হারাল জামাইকাকে। আর ফ্রান্স ৪-০ গোলে উড়িয়ে দেল মরক্কোকে। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে ফ্রান্সের সামনে আয়োজক দেশ অস্ট্রেলিয়া। আর কলম্বিয়া খেলবে ইংল্যান্ডের বিরুদ্ধে।

এই প্রথম কোয়ার্টার ফাইনালে নেই মার্কিন যুক্তরাষ্ট্র। শেষ ষোলোয় সুইডেনের কাছে টাইব্রেকারে হেরে বিদায় নিয়েছে মার্কিন মহিলা দল। টুর্নামেন্টের ইতিহাসে এই প্রথম সেমিফাইনালের আগে বিদায় নেয় চারবারের চ্যাম্পিয়ন আমেরিকা। এদিন মরক্কোর হারায় আফ্রিকার কোনও দেশ শেষ আটে নেই। তেমন এই প্রথম উত্তর আমেরিকা থেকেও কোনও দেশকে কোয়ার্টার ফাইনালে দেখা যাবে না। কোয়ার্টার ফাইনালে ওঠা জাপান ছাড়া আর কোনও দেশ এর আগে মহিলাদের বিশ্বকাপে চ্যাম্পিয়ন হতে পারেনি।

কোয়ার্টার ফাইনালের ক্রীড়াসূচি

১১ অগাস্ট, শুক্রবার

প্রথম কোয়ার্টার ফাইনাল (সকাল ৬.৩০টা): স্পেন বনাম নেদারল্যান্ডস

দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল (দুপুর ১টা): জাপান বনাম সুইডেন

১২ অগাস্ট, শনিবার

তৃতীয় কোয়ার্টার ফাইনাল (দুপুর সাড়ে ১২টা): অস্ট্রেলিয়া বনাম ফ্রান্স

চতুর্থ কোয়ার্টার ফাইনাল (বিকেল ৪টে): ইংল্যান্ড বনাম কলম্বিয়া

(ভারতীয় সময় অনুসারে। ম্য়াচগুলি সরাসরি দেখা যাবে ডিডি স্পোর্টস ও ফ্য়ান কোড অ্যাপের মাধ্যমে)।

এক নজরে মহিলাদের বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালের কিছু গুরুত্বপূর্ণ দিক

১) এই প্রথম কোয়ার্টার ফাইনালে নেই মার্কিন যুক্তরাষ্ট্র

২) এই প্রথম কোয়ার্টার ফাইনালে খেলছে কলম্বিয়া

৩) আফ্রিকার কোনও দেশ শেষ আটে নেই। তেমন এই প্রথম উত্তর আমেরিকা থেকেও কোনও দেশকে কোয়ার্টার ফাইনালে দেখা যাবে না।

৪) কাপ জেতার ব্যাপারে ফেভারিট জাপান ও ইংল্যান্ড।

৫) লাতিন আমেরিকার একমাত্র দেশ হিসেবে শেষ আটে খেলবে কলম্বিয়া। সেখানে ব্রাজিল, আর্জেন্টিনা গ্রুপ লিগ থেকেই বিদায় নিয়েছে।

৬) আয়োজক দেশ অস্ট্রেলিয়া কোয়ার্টার ফাইনালে খেলবে। এই প্রথম তাদের সামনে সেমিফাইনালে ওঠার সুযোগ

৭) কোয়ার্টার ফাইনালে ওঠা পাঁচটা দেশই ইউরোপের- স্পেন, নেদারল্যান্ডস, সুইডেন, ইংল্যান্ড, ফ্রান্স। বাকি তিনটি দেশের মধ্যে একটি এশিয়া (জাপান), একটি লাতিন আমেরিকা (কলম্বিয়া)ও একটি ওশিয়ানিয়া (অস্ট্রেলিয়া)-র।

৮) কোয়ার্টার ফাইনালে ওঠা জাপান ছাড়া আর কোনও দেশ এর আগে মহিলাদের বিশ্বকাপে চ্যাম্পিয়ন হতে পারেনি।

প্রি কোয়ার্টার ফাইনালের ফল

স্পেন (৫): সুইজারল্যান্ড (১)

নেদারল্যান্ডস (২): দক্ষিণ আফ্রিকা (০)

জাপান (৩): নরওয়ে (১)

সুইডেন (০) (৫): আমেরিকা (০) (৪) (সাডেন ডেথ)

ইংল্যান্ড (০) (৪): নাইজেরিয়া (০) (২) (টাইব্রেকার)

অস্ট্রেলিয়া (২): ডেনমার্ক (০)

কলম্বিয়া (১): জামাইকা (০)

ফ্রান্স (৪): মরক্কো (০)