FIFA Women's World Cup 2023: ড্র করে বিদায় আয়োজক কিউইরা, আধ ডজন গোলে জিতে নক আউটে নরওয়ে
তিন ম্যাচে পাঁচ পয়েন্ট পেয়ে গ্রুপ এ-তে চ্যাম্পিয়ন হয়ে প্রি কোয়ার্টার ফাইনালে উঠল সুইস মহিলা দল।
মহিলাদের বিশ্বকাপ ফুটবল থেকে বিদায় নিল আয়োজক দেশ নিউ জিল্যান্ড। রবিবার গ্রুপের শেষ ম্যাচে সুইজারল্যান্ডের বিরুদ্ধে গোলশূন্য অবস্থায় ড্র করে নিউ জিল্যান্ড মহিলা দল। অন্যদিকে গ্রুপের অন্য ম্যাচে নরওয়ে ৬-০ গোলে হারায় ফিলিপিন্সকে। সমসংখ্যক পয়েন্ট পেলেও গোল পার্থক্যে নরওয়ের থেকে পিছিয়ে পড়ে গ্রুপে তৃতীয় স্থানে থেকে বিদায় নিল কিউই দল। তিন ম্যাচে পাঁচ পয়েন্ট পেয়ে গ্রুপ এ-তে চ্যাম্পিয়ন হয়ে প্রি কোয়ার্টার ফাইনালে উঠল সুইস মহিলা দল। অন্যদিকে, ৩ ম্যাচে ৪ পয়েন্ট পেয়ে গ্রুপ এ থেকে রানার্স হয়ে নক আউটে উঠল নরওয়ে।
অথচ চলতি বিশ্বকাপে নরওয়েকে ১-০ গোলে হারিয়ে অভিযান শুরু করেছিল কিউই মহিলা ফুটবল দল। গ্রুপের প্রথম ম্যাচে সুইসরা ২-০ গোলে হারিয়েথিল ফিলিপিন্সকে। কিন্তু পরের ম্যাচে নিউ জিল্যান্ড অপ্রত্যাশিতভাবে ০-১ গোলে হারে ফিলিপিন্সের বিরুদ্ধে। আর নরওয়ের সঙ্গে সুইসদের ম্যাচ ০-০ অবস্থায় শেষ হয়েছিল। গ্রুপের শেষ ম্যাচে তাই চারটে দলেরই নক আউটে ওঠার সম্ভাবনা ছিল। ফিলিপিন্সের বিরুদ্ধে নরওয়ের আধ ডজন গোলে জয়টা বড় ফারক গড়ে দিল।
দেখুন পয়েন্ট তালিকা
গ্রুপ এ-র পয়েন্ট তালিকা
১) সুইজারল্যান্ড: ৫ পয়েন্ট (গোল ব্যবধান: ২, পক্ষে গোল: ২, বিপক্ষে গোল:০)
২) নরওয়ে: ৪ পয়েন্ট (গোল ব্যবধান: ৫, পক্ষে গোল:৬, বিপক্ষে গোল: ১)
৩) নিউ জিল্যান্ড: ৪ পয়েন্ট (গোল ব্যবধান: ০, পক্ষে গোল:১, বিপক্ষে গোল:১)
৪) ফিলিপিন্স: ৩ পয়েন্ট (গোল ব্যবধান:(-৭), পক্ষে গোল: ১, বিপক্ষে গোল:৮)
(সব ম্যাচ শেষে)