Euro Cup 2020: ইউরো থেকে বিদায় রোনাল্ডোর, পর্তুগালকে হারিয়ে শেষ আটে ইতালির সামনে বেলজিয়াম
শেষ ষোলো রাউন্ডেই শেষ হল ক্রিশ্চিয়ানো রোনাল্ডার ইউরো কাপ। গতবারের চ্যাম্পিয়ন রোনাল্ডোর পর্তুগালকে ১-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠল বেলজিয়াম।
সেভিয়া, ২৮ জুন: শেষ ষোলো রাউন্ডেই শেষ হল ক্রিশ্চিয়ানো রোনাল্ডা (Cristiano Ronaldo)-র ইউরো কাপ (Euro Cup 2020)। গতবারের চ্যাম্পিয়ন রোনাল্ডোর পর্তুগালকে ১-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠল বেলজিয়াম (Belgium)। ফিফা ক্রম তালিকায় এক নম্বর দেশ বেলজিয়ামের কাছে হেরে পরপর দু'বার ইউরো কাপ জয়ের স্বপ্নভঙ্গ হল রোনাল্ডোর। এবারের ইউরোয় পাঁচটা গোল করা রোনাল্ডো আজ দুর্ভাগ্য আর নিজেদের স্ট্র্যাটেজির ভুলে হারলেন। পাঁচটা ইউরো কাপ খেলে রেকর্ড গড়া রোনাল্ডো সম্ভবত তাঁর শেষ ইউরো কাপের ম্যাচটা আজই খেলে ফেললেন। আরও পড়ুন: বিদায় নিল নেদারল্যান্ডস, শেষ আটে চেক প্রজাতন্ত্র
ম্যাচে আধিপত্য দেখিয়েও ভেদশক্তির অভাবে বেলজিয়ামের কাছে হারল পর্তুগাল। ম্যাচের ৪২ মিনিটে থোরগান হ্যাজার্ডের চোখধাঁধানো গোলে ম্যাচ জিতে নেয় বেলজিয়াম। এই থোরগান হ্যাজার্ড হলেন তারকা ফুটবলার ইডেন হ্যাজার্ডের ভাই। দাদার মত দূরপাল্লার শটে দারুণ দক্ষ। আজ ছোট হ্যাজার্ডের শটেই বাজিমত করল ফিফা ক্রম তালিকায় এক নম্বর দেশ।
শুক্রবার মিউনিখে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম খেলবে ইতালির বিরুদ্ধে। অন্য কোয়ার্টার ফাইনালে ডেনমার্ক খেলবে চেক প্রজাতন্ত্রের বিরুদ্ধে। আজ ইউরোয় দুটো বড় দেশের বিদায় হল- নেদারল্যান্ডস ও পর্তুগালের।