IPL Auction 2025 Live

Euro 2020: হ্যারি কেনের হাজার ওয়াটের ছটায় বিশ্বকাপের পর ইউরোর সেমিতেও ইংল্যান্ড, সামনে ডেনমার্ক

ইংল্যান্ড ফুটবলে হাজার ওয়াটের হ্যারি-কেন। বিশ্ব ফুটবল দীর্ঘদিন ধরে আঁধারে থাকা ইংল্যান্ড আবার আলোয়। শনিবার রাতে রোমে ইউক্রেনকে ৪-০ গোলে উড়িয়ে সেমিফাইনালে উঠল ইংল্যান্ড।

দুরন্ত হ্যারি। (ছবি-টুইটার)

রোম, ৪ জুলাই: ইংল্যান্ড ফুটবলে হাজার ওয়াটের হ্যারি-কেন (Harry Kane)। বিশ্ব ফুটবল দীর্ঘদিন ধরে আঁধারে থাকা ইংল্যান্ড (England) আবার আলোয়। শনিবার রাতে রোমে ইউক্রেন (Ukriane)-কে ৪-০ গোলে উড়িয়ে সেমিফাইনালে উঠল ইংল্যান্ড। ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেন জোড়া গোল করে দলকে জেতান। হ্যারি ম্যাগুয়ের, জর্ডন হেন্ডারসন দলের বাকি দুটি গোল করেন। সুইউেনকে ছটিকে দেওয়া ইউক্রেনকে কার্যত দাঁড়াতেই দেয়নি ইংল্যান্ডে। ম্যাচের ৪ মিনিটে হ্যারি কেনের গোলে দাপটের শুরু, তারপর সেই ব্রিটিশ আধিপত্য চলে গোটা ম্যাচে। আরও পড়ুন:  মেসি ম্যাজিকে ইকুয়েডরকে উড়িয়ে সেমিতে কলম্বিয়ার সামনে আর্জেন্টিনা

ওয়েম্বলিতে ফাইনালে ওঠার ম্যাচে ইংল্যান্ডের সামনে দারুণ ফর্মে থাকা ডেনমার্ক। সেমিফাইনাল থেকে ইংল্যান্ডের একটা বড় সুযোগ, তারা বাকি টুর্নামেন্টটা নিজেদের দেশেই খেলবে। কারণ সেমিফাইনাল, ফাইনাল দুটোই হবে ইংল্যান্ডের ঐতিহ্যবাহী ওয়েম্বলি স্টেডিয়ামে। ২০১৮ বিশ্বকাপের পর এবার ইউরো কাপের সেমিফাইনালে উঠল রানী এলিজাবেথের দেশ।

পরপর দুটো বড় টুর্নামেন্টের শেষ চারে ওঠা, যুব বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়া ইংল্যান্ডকে নিয়ে এবার চর্চা শুরু হয়েছে। ২০১৮ বিশ্বকাপের সেমিফাইনালে খেলেছিল ইউরোপের চারটে দেশ- ফ্রান্স, ইংল্যান্ড, ক্রোয়েশিয়া, বেলজিয়াম। তাদের মধ্যে একমাত্র ইংল্যান্ডই বিশ্বকাপের সাফল্য ইউরোয় নিয়ে আসতে পারল।

রাশিয়া বিশ্বকাপে ক্রোয়েশিয়ার কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল হ্যারি কেনদের। নিজেদের দেশের মাটিতে ইউরোর সেমিতে ডেনমার্কের বিরুদ্ধে নিশ্চই তেমন কিছু চাইবে না রানীর দেশ।

ইউরোর সেমিফাইনাল লাইনআপ

ইতালি বনাম স্পেন (ওয়েম্বলি, ৬ জুলাই)

ইংল্যান্ড বনাম ডেনমার্ক (ওয়েম্বলি, ৭ জুলাই )