Serena Williams: ২১ বছরের ছোট রাদাকানুর কাছে হার, শেষের আগে শুরুতেই শেষ সেরেনার অভিযান
ক দিন আগেই জানিয়েছেন, চলতি মাসে শুরু হতে চলা ইউএস ওপেন খেলেই তিনি পেশাদার টেনিস থেকে অবসর নেবেন।
ক দিন আগেই জানিয়েছেন, চলতি মাসে শুরু হতে চলা ইউএস ওপেন খেলেই তিনি পেশাদার টেনিস থেকে অবসর নেবেন। ইউএস ওপেনের দিন বারো আগে হার্ডকোটের টুর্নামেন্ট সিনসিনবাটি ওপেনের শুরুতেই বিদায় নিলেন ৪০ বছরের সেরেনা উইলিয়ামস। ৪০-এর সেরেনাকে হারালেন তার থেকে ২১ বছরের ছোট এমা রাদাকানু।
মার্কিন টেনিস কিংবদন্তি সেরেনাকে হারালেন ইউএস ওপেন জয়ী ব্রিটেনের তারকা এমা রাদুকানুর কাছে সেরেনা হারলেন ৪-৬,০-৬। প্রথম সেটে কিছুটা লড়লেও, দ্বিতীয়টাতে কোর্টে ঠিক মত নড়তেও পারলেন না ২৩টি গ্র্যান্ডস্লামের মালকিন সেরেনা। সিনসিনাটিতে এই শেষবারের মত খেলে ফেললেন ৪০ বছরের এই টেনিস কিংবদন্তি।
দেখুন টুইট
ক মাস আগে উইম্বলডনেও প্রথম রাউন্ডে হেরে বিদায় নিয়েছিলেন সেরেনা। আগামী ২৯ অগাস্ট থেকে শুরু হতে চলা ইউএস ওপেনে সেরেনার থেকে বড় কিছুর প্রত্যাশা থাকছেব না। কারণ তাঁর ফিটনেস অতীতের ছায়ামাত্র। সিনসিনাটিতে শুরুতেই বিদায়ের পর এবার সরাসরি ইউএস ওপেনে নামবেন সেরেনা। সেটাই হবে তাঁর বর্ণময় টেনিস কেরিয়ারের শেষ টুর্নামেন্ট।