Fifa World Cup 2022 Qualifiers: ডাচদের গর্জন, ড্যানিশ ডিনামাইট ফরাসিদের 'ফাইন-ল্যান্ড'পারফরম্যান্সে বিশ্বকাপের কোয়ালিফায়ারে বড় দলের রাত

ফিফা বিশ্বকাপ ২০২২-এর কোয়ালিফায়ারে গতকাল রাতে তথাকথিত বড় দলগুলির দুরন্ত পারফরম্যান্স। গতকাল, মঙ্গলবার সন্ধ্যায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোহীন পর্তুগাল অ্যাওয়ে ম্যাচ বাকুতে ৩-০ গোলে হারায় আজারবাইজানকে। রাতে ফ্রান্স, ডেনমার্ক, নেদারল্যান্ডসের মত সুপার পাওয়ার দেশগুলি অনায়াসে জয় ছিনিয়ে নেয়।

Netherlands national football team. (Photo Credits: Twitter)

বাকু, ৮ সেপ্টেম্বর: ফিফা বিশ্বকাপ ২০২২ (Fifa World Cup 2022)-এর কোয়ালিফায়ারে গতকাল রাতে তথাকথিত বড় দলগুলির দুরন্ত পারফরম্যান্স। গতকাল, মঙ্গলবার সন্ধ্যায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোহীন পর্তুগাল (Portugal national football team) অ্যাওয়ে ম্যাচ বাকুতে ৩-০ গোলে হারায় আজারবাইজান (Azerbaijan national football team) কে। রাতে ফ্রান্স (Frnace national football team), ডেনমার্ক (Denmark national football team), নেদারল্যান্ডসের (Netherlands national football team) মত সুপার পাওয়ার দেশগুলি অনায়াসে জয় ছিনিয়ে নেয়। আরও পড়ুন: কোলনে টিউমার, হাসপাতালে ভর্তি কিংবদন্তী ফুটবলার পেলে

দেখুন পর্তুগালের গ্রুপের অবস্থান

গ্রুপ জি-র ম্যাচে নেদারল্যান্ডস ৬-১ গোলে হারায় শক্তিশালী তুরস্ককে। ডাচদের দুরন্ত পারফরম্যান্স দেখে চমকে গেলেন সবাই। এই গ্রুপের অন্ ম্যাচে নরওয়ে ৫-১ গোলে হারাল জিব্রাল্টারকে। নেদারল্যান্ডস, নরওয়ে দুটো দলই এখন ৬ ম্যাচ খেলে ১৩ পয়েন্ট পেয়ে এক জায়গায় আছে। তবে গোল পার্থক্যে এগিয়ে থেকে শীর্ষে ডাচরা। তিনে আছে তুর্কি (৬ ম্যাচে ১১ পয়েন্ট)।

দেখুন টুইট

রোনাল্ডোদের গ্রুপে অন্য ম্যাচে রিপাবলিক অফ আয়ারল্যান্ড ও সার্বিয়া ম্যাচ ১-১ গোলে ড্র হওয়ায় পর্তুগাল (৫ ম্যাচে ১১ পয়েন্ট) শীর্ষে চলে গেল । সার্বিয়া ৫ ম্যাচে ১১ পয়েন্ট পেয়ে দু নম্বরে। গ্রুপ এফ-এ ডেনমার্ক ৫-০ গোলে হারাল ইজরায়েলকে। এর ফলে টানা ৬টা ম্যাচে জিতে কাতারের দিকে আরও একটা পা বাড়িয়ে ফেলল ড্যানিশরা। এই গ্রুপে ড্যানিশদের নিকটতম প্রতিদ্বন্দ্বী স্কটল্যান্ড ৭ পয়েন্ট দূরে।

দেখুন টুইট

গ্রুপ ডি-তে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স ২-০ গোলে হারাল ফিনল্যান্ড। ৬ ম্যাচে ১২ পয়েন্ট পেয়ে শীর্ষে ফ্রান্স। দু নম্বরে আছে ইউক্রেন (৫ ম্যাচে ৫ পয়েন্ট)। প্রতিটা গ্রুপ থেকে একটা করে দল সরাসরি কাতার বিশ্বকাপ ২০২২-এর মুলপর্বে খেলবে।



@endif