Delivery Boy Celebrating Alone on Road: মাঝরাতে টি-শার্ট খুলে ভারতের বিশ্বকাপ জয় উদযাপন ডেলিভারি বয়ের, ভিডিও মন ছুঁয়ে গেল নেটিজেনদের (দেখুন ভিডিও)

রাত জুড়ে খেলোয়াড়দের পাশাপাশি উদযাপনে মেতে ওঠে গোটা ভারত। এক ক্রিকেট অনুরাগীর মোবাইলে এক মন ছুঁয়ে যাওয়া ভিডিও সামনে চলে আসে। দেখা যায় জোমাটোর জন্য কাজ করা একজন ফুড-ডেলিভারি বয় তার টি-শার্ট খুলে ভারতের বিশ্বকাপ জয় উদযাপন করছেন।

Food-Delivery-Boy-Celebrating Photo Credit: Instagram@hasle_gossner_

১১ বছরের আইসিসি ট্রফি জেতার খরা কাটিয়ে আইসিসি টি-২০ বিশ্বকাপের ট্রফি হাতে তুলেছে রোহিত ব্রিগেড। দক্ষিণ আফ্রিকাকে ৭ রানে পরাজিত করে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ এর শিরোপা জিতেছিল ভারত, আর এই জয়ে গোটা বিশ্বের সমস্ত ক্রিকেট  ভক্ত এবং দলের সদস্যদের জন্য একটি আবেগপূর্ণ মুহূর্ত ছিল কারণ ২০১৪ সাল থেকে বারবার তীরে এসে  তরী ডুবেছে ভারতের জাতীয় ক্রিকেট দলের৷ শেষ পর্যন্ত এই জয় তাই বিশেষ হয়ে ওঠে সকলের কাছে।

রাত জুড়ে খেলোয়াড়দের পাশাপাশি উদযাপনে মেতে ওঠে গোটা ভারত। এক ক্রিকেট অনুরাগীর মোবাইলে এক মন ছুঁয়ে যাওয়া ভিডিও সামনে চলে আসে। দেখা যায় জোমাটোর জন্য কাজ করা একজন ফুড-ডেলিভারি বয় তার টি-শার্ট খুলে ভারতের বিশ্বকাপ জয় উদযাপন করছেন। ভিডিওটি সামনে আসতেই তা মন ছুঁয়ে যায় ক্রিকেট ভক্তদের। দেখুন সেই ভিডিওটি-

 

 

 

View this post on Instagram

 

A post shared by College | Memes | Fun (@hasle_gossner_)