Delhi Court on Brij Bhushan Saran Singh: ব্রিজভূষণের বিরুদ্ধে দায়ের অভিযোগের ভিত্তিতে দিল্লি পুলিশকে রিপোর্ট তলব আদালতের
নির্যাতিতাদের অভিযোগ, পুলিশ এখনও তাঁদের বয়ান রেকর্ড করেনি
ভারতীয় কুস্তি ফেডারেশনের সভাপতি ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে কুস্তিগীরদের অভিযোগ নিয়ে দিল্লি পুলিশের কাছে স্ট্যাটাস রিপোর্ট চেয়েছে রাউজ অ্যাভিনিউ আদালত। যৌন হেনস্থার অভিযোগে মহিলা কুস্তিগীরদের দায়ের করা মামলায় কুস্তিগীররা আদালতের দ্বারস্থ হন। সূত্রের খবর, কুস্তি ফেডারেশনের সভাপতি ব্রিজভূষণ সিংয়ের বিরুদ্ধে তদন্তের নজরদারি চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন কুস্তিগীররা। তাদের আবেদনের মাধ্যমে, মহিলা কুস্তিগীররা এই মামলায় নাবালক ভুক্তভোগী এবং অন্যান্যদের বয়ান রেকর্ড করার জন্য আবেদন করেছেন। নির্যাতিতাদের অভিযোগ, পুলিশ এখনও তাঁদের বয়ান রেকর্ড করেনি। কুস্তিগিরদের আবেদনে বলা হয়েছে, সুপ্রিম কোর্ট উপযুক্ত কর্তৃপক্ষের কাছে যাওয়ার অনুমতি দিয়েছে। ব্রিজভূষণের গ্রেফতারির দাবিতে গত ২৩ এপ্রিল থেকে যন্তরমন্তরে ফের ধর্নায় বসেছেন বজরং পুনিয়া, সাক্ষী মালিক, বিনেশ ফোগাট-সহ দেশের প্রথম সারির কুস্তিগীররা।
মঙ্গলবার দিল্লি মহিলা কমিশন নয়াদিল্লি জেলার ডেপুটি পুলিশ কমিশনারকে তলব করে। কমিটি জানিয়েছে, তারা জানতে পেরেছে যে, এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও অভিযুক্তকে গ্রেফতার করা হয়নি এবং ডিসিপিকে আগামী ১২ মে কমিশনের সামনে উপস্থিত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছে নারী অধিকার সংগঠনও। মহিলা কুস্তিগীররা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন এবং ২৮ এপ্রিল দুটি অভিযোগ দায়ের করা হয়।