Wimbledon Women's Singles 2023: উইম্বলডনে তৈরি নয়া ইতিহাস, মহিলাদের সিঙ্গেলসে চ্যাম্পিয়ন অবাছাই মার্কেটা ভন্দ্রোউসোভা
১৯৬৩ সালে করা বিলি জিন কিংয়ের পরে প্রথম অবাছাই খেলোয়াড় হিসেবে ফাইনালে উঠে আশার আলো জাগিয়ে ছিলেন চেক প্রজাতন্ত্রের মার্কেটা ভন্দ্রোউসোভা। শেষ পর্যন্ত আশা পূরণ করে প্রথম মহিলা অবাছাই খেলোয়াড হিসেবে উইম্বলডন চ্যাম্পিয়ন হলেন।
লন্ডন: ১৯৬৩ সালে করা বিলি জিন কিংয়ের পরে প্রথম অবাছাই খেলোয়াড় হিসেবে ফাইনালে উঠে আশার আলো জাগিয়ে ছিলেন চেক প্রজাতন্ত্রের (Czech Republic) মার্কেটা ভন্দ্রোউসোভা (Marketa Vondrousova)। শেষ পর্যন্ত আশা পূরণ করে প্রথম মহিলা অবাছাই খেলোয়াড (first unseeded woman to win) হিসেবে উইম্বলডন চ্যাম্পিয়ন (Wimbledon Women's Singles champion) হলেন। টেনিস (Tennis) খেলার ইতিহাসে একমাত্র আরবীয় এবং উত্তর আফ্রিকার খেলোয়াড় ওন্স জাবেউরকে (Ons Jabeur) হারিয়ে (beats) তৈরি করা করলেন অনন্য এক ইতিহাস (History)। নজির গড়ে জিতলেন জীবনের প্রথম গ্রান্ড স্ল্যাম (grand slam)।
শনিবার ম্যাচের আগে পর্যন্ত দুই খেলোয়াড়ের সমর্থকরাই আশা করেছিলেন যে তাঁদের প্রিয় খেলোয়াড়ই ঐতিহ্যবাহী উইম্বলডনের সেন্টার কোর্টে নেমে জিতে নেবেন সেরার শিরোপা। কিন্তু, দুরন্ত খেলায় ঘাসের কোর্টে বাজিমাত করলেন অবাছাই থাকা মার্কেটা। আর দ্বিতীয়বারের জন্য ফাইনালে উঠেও ওন্স জিততে পারলেন না উইম্বলডনের মহিলা সিঙ্গেলস। গড়তে পারলেন না প্রথম উত্তর আফ্রিকা ও আরবীয় মহিলা হিসেবে খেতাব জেতার রেকর্ড। ৬-৪, ৬-৪ স্কোরে স্ট্রেট সেটে তিউনিশিয়ার (Tunisia) ওন্স জাবেউরকে উড়িয়ে কেরিয়ারের শুরুতেই নিজের কৃতিত্বের মুকুটে আরও একটি অসাধারণ পালক যোগ করলেন মার্কেটা ভন্দ্রোউসোভা। আরও পড়ুন: Yashasvi's Father Kanwar Yatra Video: ছেলে অভিষেক টেস্টে শতরান করতেই কানওয়ার যাত্রায় বেরিয়েছেন যশস্বীর বাবা, ভিডিয়োতে শুনুন তাঁর কথা