IND vs NZ, CWC 2023: সেমিফাইনালের আগে আত্মবিশ্বাসী ভারত, ভয়ঙ্কর শান্ত কিউইরা

বুধবার বিশ্বকাপের সেমিফাইনালে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে নামার আগে আত্মবিশ্বাসী ভারতীয় দল। মঙ্গলবার সন্ধ্যায় ওয়াংখেড়েতে রোহিত শর্মার দলের প্র্যাকটিশ দেখতে রেকর্ড ভিড় হল।

বুধবার বিশ্বকাপের সেমিফাইনালে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে নামার আগে আত্মবিশ্বাসী ভারতীয় দল। মঙ্গলবার সন্ধ্যায় ওয়াংখেড়েতে রোহিত শর্মার দলের প্র্যাকটিশ দেখতে রেকর্ড ভিড় হল। রোহিত-বিরাটদের বাস ওয়াংখেড়েতে ঢুকে সমর্থকদের উচ্ছ্বাস মাত্রা ছাড়াল। দেখে মনে হবে বিশ্বকাপ জিতে বাড়ি ফিরছেন রোহিতরা। গ্রুপ লিগে ভারতীয় দল যেভাবে তাদের ৯টা ম্যাচের ৯টাতেই জিতেছে তারপর ভারতীয় সমর্থকদের আত্মবিশ্বাসটা অনেকটা বেড়েছে।

নক আউটে ভারতীয় দলের রেকর্ড একেবারে খারাপ। ২০১৪ টি-২০ বিশ্বকাপের ফাইনাল থেকে ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনাল, দু দুটো বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল, ২০১৬ টি-২০ বিশ্বকাপের সেমিফাইনাল। লিগ পর্যায়ে দারুণ আইসিসি টুর্নামেন্টে বারবার নক আউটে মুখথুবড়ে পড়ছে টিম ইন্ডিয়া। এই বিষয় নিয়ে রোহিত শর্মাকে জিজ্ঞাসা করা হলে ভারত অধিনায়ক পরিষ্কার বললেন, অতীত নিয়ে ভাবছেন না। প্রতিপক্ষ দল কিউইদের নিয়ে বলতে গিয়ে রোহিত জানালেন, " ওরা দারুণ দল। আমাদের বিরুদ্ধে ওরা বরাবর ভাল খেলে। ওরা ক্রিকেটটা খেলে খুব বুদ্ধি করে। ওরা প্রতিপক্ষের মানসিকতা বুঝে রণকৌশল তৈরি করে। আমরা বুঝতে পারছি ওরা ঠিক করতে পারে।"আরও পড়ুন-বাবরদের ব্যর্থতার জেরে এবার শাস্তির কোপ পড়ল যাদের ওপর

অন্যদিকে, নিউ জিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়াসমন বললেন, " ভারত দারুণ দল। ওরা এখন দুনিয়ার সেরা দলগুলোর একটা। অসাধারণ ক্রিকেট খেলছে। কিন্তু বুধবার ওই ৫০ ওভারে, একদিনে যারা ভাল খেলবে তারাই জিতবে। আমরা তৈরি।"

বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল

ভারত বনাম নিউ জিল্যান্ড

বুধবার, মুম্বই (ওয়াংখেড়ে স্টেডিয়াম)

দুপুর ২টো থেকে

টিভিতে সরাসরি দেখা যাবে স্টার স্পোর্টস নেটওয়ার্কের বিভিন্ন চ্য়ানেলে। ফ্রি ডিশের মাধ্যমে দূরদর্শন, ডিডি স্পোর্টসে।

অনলাইনে ডিজনি+হটস্টারের মাধ্যমে সরাসরি দেখা যাবে খেলা

দু'দলের সম্ভাব্য একাদশ

ভারত- রোহিত শর্মা (অধিনায়ক), শুবমন গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, লোকেশ রাহুল (উইকেটকিপার), সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, মহম্মদ সামি, মহম্মদ সিরাজ, জশপ্রীত বুমরা।

নিউ জিল্যান্ড-ডেভন কনওয়ে, রচিন রবীন্দ্র, কেন উইলিয়ামসন (অধিনায়ক), ড্যারি মিচেল, মার্ক চ্যাপম্যান, গ্লেন ফিল্পিস , টম লাথাম (উইকেটকিপার), মিচেল স্যান্টনার, লোকি ফার্গুসন, টিম সাউদি, ট্রেন্ট বোল্ট।

পিচ কেমন- একেবারে ব্যাটিং সহায়ক পিচ। প্রথমে ব্যাট করে ৩২৫ রান করলে তা বড় স্কোর বলা যাবে। সন্ধ্যার দিকে বল স্যুইং করবে। রাত বাড়লে শিশিরে স্পিনারদের বল গ্রিপ করতে অসুবিধা হবে।

কে এগিয়ে- নক আউটে কেউ ফেভারিট নয়। তবে ফর্মের বিচারে ভারত এগিয়ে ৫৫:৪৫।

টসে জিতলে- টসে জিতলে রান তাড়া করার পথেই হাঁটবেন রোহিত শর্মা ও কেন উইলিয়ামসন।

তুরুপের তাস- ভারতের তুরুপের তাস রবীন্দ্র জাদেজা, কিউইদের রচিন রবীন্দ্র। দু জনেই ব্যাটের পাশাপাশি বল হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন।

দু'দলের মুখোমুখি সাক্ষাতের রেকর্ড

ওয়ানডে-তে

মোট ম্যাচ: ১১৭ বার

ভারত জয়ী: ৫৯টি

নিউ জিল্যান্ড জয়ী: ৫০টি

টাই: ১টি, ফয়সালা হয়নি: ৭টি

প্রথমে ব্যাট করে ভারত জিতেছে ২৪ বার, রান তাড়া করে জয়ী ৩৫ বার

কিউইরা প্রথমে ব্যাট করে জয়ী ২৮ বার, রান তাড়া করে জয়ী ২২ বার।

ওয়ানডে বিশ্বকাপে

মোট ম্যাচ: ৯

ভারত জয়ী: ৪

নিউ জিল্যান্ড জয়ী: ৫

চলতি বিশ্বকাপে লিগ পর্যায়ে ধর্মশালায় ভারত ৪ উইকেটে হারিয়েছিল নিউ জিল্যান্ডকে