Virat Kohli To Open New Restaurant: মুম্বইয়ে কিশোর কুমারের বাংলো গৌরী কুঞ্জে রেস্তরাঁ খুলবেন বিরাট কোহলি
প্রয়াত অভিনেতা-গায়ক কিশোর কুমারের (Kishore Kumar) পরিবারের মালিকানাধীন বাংলো 'গৌরী কুঞ্জ' (Gouri Kunj)-র একটি অংশ রেস্তরাঁ (Restaurant) করার জন্য লিজে নিলেন ক্রিকেটার বিরাট কোহলি (Virat Kohli)। 'গৌরি কুঞ্জ' মুম্বইয়ের জুহুতে অবস্থিত। টিম ইন্ডিয়ার প্রাক্তন ক্যাপ্টেন একটি রেস্তরাঁ চেনের মালিক, যার নাম 'One8 Commune'। কলকাতা ও পুনে ছাড়াও নিজের শহর দিল্লিতে রেস্তরাঁ রয়েছে বিরাট কোহলির। জানা গিয়েছে, জুহু স্পেসে আগে 'বি মুম্বই' নামে একটি রেস্তরাঁ ছিল, যা এখন বন্ধ। বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন (BMC) নিয়মের বিরুদ্ধে কিছু নির্মাণের জন্য এই রেস্তারাঁকে নোটিশ দিয়েছিল।
মুম্বই, ১ সেপ্টেম্বর: প্রয়াত অভিনেতা-গায়ক কিশোর কুমারের (Kishore Kumar) পরিবারের মালিকানাধীন বাংলো 'গৌরী কুঞ্জ' (Gouri Kunj)-র একটি অংশ রেস্তরাঁ (Restaurant) করার জন্য লিজে নিলেন ক্রিকেটার বিরাট কোহলি (Virat Kohli)। 'গৌরি কুঞ্জ' মুম্বইয়ের জুহুতে অবস্থিত। টিম ইন্ডিয়ার প্রাক্তন ক্যাপ্টেন একটি রেস্তরাঁ চেনের মালিক, যার নাম 'One8 Commune'। কলকাতা ও পুনে ছাড়াও নিজের শহর দিল্লিতে রেস্তরাঁ রয়েছে বিরাট কোহলির। জানা গিয়েছে, জুহু স্পেসে আগে 'বি মুম্বই' নামে একটি রেস্তরাঁ ছিল, যা এখন বন্ধ। বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন (BMC) নিয়মের বিরুদ্ধে কিছু নির্মাণের জন্য এই রেস্তারাঁকে নোটিশ দিয়েছিল।
এখন বিরাট কোহলির সংস্থা গৌরী কুঞ্জ-র একটি অংশ ৫ বছরের লিজে নিয়েছেন। খুব তাড়াতাড়ি রেস্তরাঁটি চালু হয়ে যাবে বলে খবর। আরও পড়ুন: Neeraj Chopra: নিজের স্পেশাল জ্যাভেলিন সুইজারল্যান্ডের অলিম্পিক মিউজিয়ামে দান করলেন নীরজ চোপড়া (দেখুন ছবি)
'গৌরী কুঞ্জ' কিংবদন্তি কিশোর কুমারের বাড়ি। তাঁর ছেলে অমিত কুমার ও পরিবারের অন্য সদস্যরা বর্তমানে এখানে থাকেন।