IPL Auction 2025 Live

Zimbabwe Beats Pakistan: জিম্বাবোয়ের কাছে প্রথম ODI তে হেরে গেল পাকিস্তান, বুলাওয়েতে ৬০ রানে ৬ উইকেট হারালেন রিজওয়ানরা

ক দিন আগেই বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে অস্ট্রেলিয়ার মাটিতে ওয়ানডে সিরিজে হারিয়ে চমকে দিয়েছিল পাকিস্তান। বহু বছর বাদে অস্ট্রেলিয়ায় ওয়ানডে সিরিজ জিতে জিম্বাবোয়েতে এসে প্রথম ম্যাচে খেলতে নেমে হেরে গেল পাকিস্তান।

Mohammad Rizwan. (Photo Credits:X)

ক দিন আগেই বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে অস্ট্রেলিয়ার মাটিতে ওয়ানডে সিরিজে হারিয়ে চমকে দিয়েছিল পাকিস্তান। বহু বছর বাদে অস্ট্রেলিয়ায় ওয়ানডে সিরিজ জিতে জিম্বাবোয়েতে এসে প্রথম ম্যাচে খেলতে নেমে হেরে গেল পাকিস্তান। রবিবার বুলাওয়েতে জিম্বাবোয়ের বিরুদ্ধে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে মহম্মদ রিজওয়ানের নেতৃত্বে খেলা পাকিস্তান হারল ৮০ রানে (ডিএল পদ্ধতিতে)। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ০-১ পিছিয়ে পড়ল রিজওয়ানের দল। বাবর আজমকে বিশ্রাম দিয়ে জিম্বাবোয়েতে সীমিত ওভারের সিরিজ খেলতে এসেই হোঁচট খেল।

চলতি বছর জুলাইয়ে টি-২০ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার পর জিম্বাবোয়েতে টি-২০ সিরিজে খেলতে নেমে প্রথম ম্যাচেই হেরে গিয়েছিল টিম ইন্ডিয়া। সিকান্দার রাজা-রা ১৩ রানে হারারা টি-২০-তে হারিয়েছিলেন সূর্যকুমার যাদবদের।

দেখুন স্কোরবোর্ড

প্রথমে ব্যাট করে জিম্বাবোয়ে ৪০.২ ওভারে ২০৫ রানে অল আউট হয়ে গিয়েছিল। পাকিস্তানের জার্সিতে অভিষেক আন্তর্জাতিক ম্যাচে নেমে পাক স্পিনার ফইসাল আক্রম ২৪ রানে ৩টি ও সলমন আঘা ৩টি উইকেট নেন। ৯৯ রানে ৫ উইকেট থেকে জিম্বাবোয়ের রান ২০০ পাড় হয় সিকান্দার রাজা (৩৯) ও ৯ নম্বরে নামা রিচার্ড নগরাভা (৪৮)-র সৌজন্যে। তখন মনে হচ্ছিল জয়ের জন্য ২০৬ রান তাড়া করতে নেমে বিশেষ বেগ পেতে হবে না পাকিস্তান-কে। কিন্তু অত্যন্ত জঘন্য ব্যাটিং করে মাত্র ৬০ রানের মধ্যে ৬ উইকেট হারিয়ে বসে পাকিস্তান। জিম্বাবোয়ের বোলিংয়ের সামনে তাসের ঘরের মত ভেঙে পড়ে রিজওয়ানদের ইনিংস। ইনিংসের ২১ ওভারে পাকিস্তান যখন ৬০ রানে ৬ উইকেট হারিয়ে হারের মুখে দাঁড়িয়ে, তখন তুমুল বৃষ্টি নামে বুলাওয়েতে। সেই বৃষ্টি আর থামেনি। শেষ পর্যন্ত জিম্বাবোয়েকে ডাক ওয়ার্থ-লুইস পদ্ধতিতে ৮০ রানে জয়ী ঘোষণা করা হয়। ব্যাট হাতে গুরুত্বপূর্ণ ৩৯ রান ও ২টি উইকেট তুলে নিয়ে ম্যাচের সেরা হন জিম্বাবোয়ের তারকা সিকান্দার রাজা। মঙ্গলবার সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচ।