Ajinkya Rahane vs Yashasvi Jaiswal, Cricket Viral Video: কেকেআর অধিনায়কের সাথে ঝামেলার জেরেই মুম্বই ক্রিকেট ছাড়লেন যশস্বী জয়সওয়াল, সামনে এল ঘটনার ভিডিও

রঞ্জি ট্রফির (Ranji Trophy) এক ম্যাচের পর যশস্বী রাহানের কিটব্যাগেও লাথি মারেন! এই বিরোধের শুরু ২০২২ সালে দলিপ ট্রফির (Duleep Trophy) একটি ম্যাচে যশস্বী জয়সওয়াল সাউথ জোনের খেলোয়াড় রবি তেজাকে (Ravi Teja)-কে অতিরিক্ত স্লেজিং করায় ওয়েস্ট জোনের অধিনায়ক রাহানে তাকে মাঠ থেকে বের করে দেন।

Yashasvi Jaiswal vs Ajinkya Rahane (Photo Credit: @thecricketgully/ X)

Ajinkya Rahane vs Yashasvi Jaiswal, Cricket Viral Video: ভারতীয় ক্রিকেটের তরুণ তারকা যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal) এবং অভিজ্ঞ ব্যাটসম্যান অজিঙ্ক রাহানেকে (Ajinkya Rahane) নিয়ে তোলপাড় শুরু হয়েছে। মুম্বই ক্রিকেট (Mumbai Cricket) দল থেকে গোয়া টিমে চলে যাওয়ার পেছনে ড্রেসিং রুমে তাদের মধ্যে এক ঝামেলার খবর সম্প্রতি সামনে এসেছে। কিছু মিডিয়া রিপোর্ট বলছে, রঞ্জি ট্রফির (Ranji Trophy) এক ম্যাচের পর যশস্বী রাহানের কিটব্যাগেও লাথি মারেন! এই বিরোধের শুরু ২০২২ সালে দলিপ ট্রফির (Duleep Trophy) একটি ম্যাচে যশস্বী জয়সওয়াল সাউথ জোনের খেলোয়াড় রবি তেজাকে (Ravi Teja)-কে অতিরিক্ত স্লেজিং করায় ওয়েস্ট জোনের অধিনায়ক রাহানে তাকে মাঠ থেকে বের করে দেন। যদিও সেই ম্যাচে যশস্বী ২৬৫ রানের অসাধারণ ইনিংস খেলেছিলেন, তবুও এই ঘটনার পর থেকে দুজনের সম্পর্কে ফাটল ধরে। Sehwag on Helicopter Shot: ধোনির নিজের নয় আইকনিক হেলিকপ্টার শট? এত বছর পর রহস্যের পর্দা সরালেন সেহবাগ

অজিঙ্ক রাহানের সঙ্গে ঝামেলার জেরেই মুম্বই ক্রিকেট ছাড়লেন যশস্বী জয়সওয়াল

মুম্বই ড্রেসিং রুমে উত্তপ্ত মুহূর্ত

এরপর ২০২৫ রঞ্জি ট্রফিতে জম্মু-কাশ্মীরের বিপক্ষে ম্যাচ হেরে যাওয়ার পর যশস্বীর ব্যাটিং নিয়ে প্রশ্ন তোলেন কোচ ওমকার সালভি (Omkar Salve) এবং অধিনায়ক রাহানে। রিপোর্ট অনুযায়ী, যশস্বী ক্ষোভে রাহানের কিটব্যাগে লাথি মারেন। এরপর মুম্বই চিফ সিলেক্টর সঞ্জয় পাটিলও বলেন যে, 'মুম্বইয়ের সংস্কৃতি হলো ১০০% দেওয়া'। যা যশস্বীকে আরও ক্ষুব্ধ করে বলে ধারণা করা হচ্ছে। শেষ পর্যন্ত তিনি গোয়া ক্রিকেট অ্যাসোসিয়েশনে যোগ দেন, যেখানে তাকে অধিনায়কত্বের প্রস্তাব দেওয়া হয়। যদিও ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া সাক্ষাৎকারে যশস্বী বলেন, 'মুম্বই আমাকে সব দিয়েছে, কিন্তু গোয়া আমাকে নতুন সুযোগ দিয়েছে।' তবে বিভিন্ন রিপোর্ট বলছে, এই সিদ্ধান্তের পেছনে দলের মধ্যে সম্পর্কের অবনতিই প্রধান কারণ। এখন দেখার বিষয়, এই বিরোধ কি আর কোথাও প্রভাব ফেলবে? নাকি যশস্বী গোয়ায় তার প্রতিভার নতুন পরিচয় দেবেন?

অজিঙ্ক রাহানে বনাম যশস্বী জয়সওয়াল

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement