Yashasvi Jaiswal Century: অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্টেই সেঞ্চুরি যশস্বী জয়সওয়ালের, মাত্র তৃতীয় ভারতীয় হিসেবে গড়লেন রেকর্ড
পার্থের অপটাস স্টেডিয়ামে চলমান টেস্ট ম্যাচের তৃতীয় দিনের সকালের সেশনে জয়সওয়াল ১০০ রানের গণ্ডি অতিক্রম করেন। ২২ বছর বয়সী বাঁহাতি ব্যাটার এখন তার প্রথম টেস্টে কোনও ভারতীয় ব্যাটারের মধ্যে গাভাস্করের সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ডটি ভাঙতে চাইবেন।
আজ, রবিবার (২৪ নভেম্বর) অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে (AUS বনাম IND) সেঞ্চুরি করা তৃতীয় ভারতীয় ব্যাটার হিসেবে সুনীল গাভাস্করের সঙ্গে এলিট লিস্টে নাম তুললেন যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। পার্থের অপটাস স্টেডিয়ামে চলমান টেস্ট ম্যাচের তৃতীয় দিনের সকালের সেশনে জয়সওয়াল ১০০ রানের গণ্ডি অতিক্রম করেন। ২২ বছর বয়সী বাঁহাতি ব্যাটার এখন তার প্রথম টেস্টে কোনও ভারতীয় ব্যাটারের মধ্যে গাভাস্করের সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ডটি ভাঙতে চাইবেন। বর্ডার গাভাস্কর ট্রফির প্রথম টেস্ট খেলতে নামার আগে অস্ট্রেলিয়ার মিডিয়া ওপেনিং ব্যাটার যশস্বী জয়সওয়ালকে 'নতুন রাজা' বলে অভিহিত করে, তিনি সেই উপাধির মান রেখেছেন। প্রসঙ্গত, ১৯৭৭ সালে ব্রিসবেন টেস্টের দ্বিতীয় ইনিংসে ১১৩ রান করে এলিট লিস্টে যোগ দেন গাভাস্কর। মোতগানহাল্লি জয়সিমহা প্রথম ভারতীয় যিনি অস্ট্রেলিয়ায় প্রথম টেস্টে সেঞ্চুরি করেছিলেন। ১৯৬৮ সালে ব্রিসবেনে ১০১ রান করেন তিনি। AUS vs IND 1st Test, Day 3 Live Streaming: অস্ট্রেলিয়া বনাম ভারত, প্রথম টেস্ট তৃতীয় দিন; সরাসরি দেখবেন যেখানে
অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্টেই সেঞ্চুরি যশস্বী জয়সওয়ালের
ভারতের দ্বিতীয় ইনিংসের ৬২তম ওভারে জশ হ্যাজেলউডের বলে ছক্কা হাঁকিয়ে সেঞ্চুরি পূর্ণ করেন জয়সওয়াল। বাঁহাতি এই ব্যাটসম্যানের শতক আসতেই পুরো ড্রেসিংরুম বিপুল হাততালি ও উল্লাসে ফেটে পড়ে। অস্ট্রেলিয়ায় সফল হওয়ার জন্য ব্যাকফুট থেকে কিভাবে গেমপ্লে চালিয়ে যাওয়া যায় সেটি জয়সওয়াল দ্বিতীয় ইনিংসে সেটা তুলে ধরেন। মিচেল স্টার্ক ও প্যাট কামিন্সের বাউন্সকে ফাঁকি দিয়ে অফ স্পিনার নাথান লায়নের আক্রমণ কিভাবে অকেজো করতে হয় সেটাই তুলে ধরেছেন জয়সওয়াল। প্রথম ইনিংসে স্টার্কের বলে ওয়াইড ডেলিভারিতে ব্যাট চালাতে গিয়ে তিনি যেভাবে আউট হন, নিজের সেই ভুল থেকে শিক্ষা নেন তিনি। দ্বিতীয় ইনিংসে জয়সওয়াল দুর্দান্ত সংযম প্রদর্শন করেন। তিনি যেন প্রথম থেকেই খুব ভাল করেই জানতেন যে সময়ের সাথে সাথে কখন লুজ ডেলিভারি আসতে চলেছে।