WTC Points Table 2025: কানপুরের অবিশ্বাস্য জয়ে শীর্ষস্থান মজবুত করে ফাইনালে ওঠায় ফেভারিট টিম ইন্ডিয়া, আর কটা জিতলে লর্ডসের টিকিট নিশ্চিত রোহিতদের!

চেন্নাই ও কানপুরে বাংলাদেশকে হারানোর সুবাদে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় শীর্ষস্থানটা আরও মজবুত হল টিম ইন্ডিয়ার।

Team India with trophy after serires victory against Bangadesh. (Photo Credits: X)

কানপুরে ১৭৩ ওভারের ক্রিকেটেই বাংলাদেশকে পরাস্ত করে ২-০ টেস্ট সিরিজ জিতল টিম ইন্ডিয়া। চেন্নাই ও কানপুরে বাংলাদেশকে হারানোর সুবাদে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় শীর্ষস্থানটা আরও মজবুত হল টিম ইন্ডিয়ার। গত বছর থেকে শুরু হওয়া তৃতীয় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে এখনও পর্যন্ত রোহিত শর্মার দল ১১টি টেস্ট খেলে ৮টি জিতেছে। ফাইনালে ওঠার বিষয়ে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ সেই পয়েন্ট শতাংশে টিম ইন্ডিয়া এখন সবার আগে ৭৪.২৪% দাঁড়িয়ে। দ্বিতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়ার PTS ৬২.৫০ শতাংশ। তিন ও চারে থাকা শ্রীলঙ্কা ও ইংল্যান্ডের শতাংশের পয়েন্ট যথাক্রমে 55.56% ও 42.19%। ভারতে হোয়াইটওয়াশ হয়ে পয়েন্ট তালিকায় সাতে নেমে গেল বাংলাদেশ (৩৪.৩৮%)।

পয়েন্ট টেবিলের এখন যা অবস্থা তাতে এখান থেকে আর ৩-৪টি টেস্ট জিতলেই আগামী বছর জুনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলা নিশ্চিত করবে টিম ইন্ডিয়া। WTC-র প্রথম দুটি সংস্করণের ফাইনালে খেললেও অবশ্য কাপ জেতা হয়নি টিম ইন্ডিয়ার।

এবার ১৬ অক্টোবর থেকে দেশের মাটিতে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে নামছে টিম ইন্ডিয়া। ক দিন আগে শ্রীলঙ্কায় খারাপভাবে টেস্ট সিরিজে হেরেছে কিউইরা। তাই নভেম্বরে অস্ট্রেলিয়ায় বর্ডার-গাভাসকর ট্রফিতে খেলতে যাওয়ার আগেই রোহিতরা WTC-র ফাইনালে উঠে গেল অবাক হওয়ার থাকবে না। প্রসঙ্গত, ১৬ অক্টোবর থেকে বেঙ্গালুরুতে শুরু হচ্ছে ভারত-নিউ জিল্যান্ড টেস্ট সিরিজ। সিরিজের দ্বিতীয় টেস্ট পুণেতে ২৪ অক্টোবর থেকে শুরু। আর শেষ টেস্ট শুরু ৫ নভেম্বর থেকে।

সিরিজ জয়ের ট্রফি হাতে রোহিত শর্মা

টিম ইন্ডিয়ার বাকি আটটি ম্যাচ

নিউ জিল্যান্ডের বিরুদ্ধে দেশের মাটিতে তিনটি টেস্ট (১৬ অক্টোবর থেকে শুরু)

অস্ট্রেলিয়ার মাটিতে পাঁচ টেস্টের সিরিজ (২২ নভেম্বর থেকে শুরু)

এক নজরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবল

১) ভারত

২) অস্ট্রেলিয়া

৩) শ্রীলঙ্কা

৪) ইংল্যান্ড

৫) দক্ষিণ আফ্রিকা

৬) নিউ জিল্যান্ড

৭) বাংলাদেশ

৮) পাকিস্তান

৯) ওয়েস্ট ইন্ডিজ