WI vs ENG 5th T20I Live Streaming: ওয়েস্ট ইন্ডিজ বনাম ইংল্যান্ড, পঞ্চম টি২০; সরাসরি দেখবেন যেখানে
ওয়েস্ট ইন্ডিজ বনাম ইংল্যান্ড, পঞ্চম টি২০ ম্যাচ শুরু হবে ভারতীয় সময় রাত ১ঃ৩০টায়। এই ম্যাচ ভারতে টিভিতে সম্প্রচার করা হবে না তবে অনলাইনে সম্প্রচার করা হবে ফ্যানকোড অ্যাপে।
West Indies National Cricket Team vs England National Cricket Team, 5th T20I: ওয়েস্ট ইন্ডিজ জাতীয় ক্রিকেট দল বনাম ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দল পঞ্চম এবং শেষ টি২০ ম্যাচে মুখোমুখি হবে। ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের চতুর্থ ম্যাচে ইংল্যান্ডকে ৫ উইকেটে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজের প্রথম জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। সেন্ট লুসিয়ায় রোমাঞ্চকর হাই স্কোরিং ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ মাত্র ১৯ ওভারে ২১৯ রানের বিশাল লক্ষ্য তাড়া করে সিরিজ ১-৩ ব্যবধানে নিয়ে আসে। আয়োজকদের হয়ে এভিন লুইস মাত্র ৩১ বলে ৬৮ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। ২৪ বলে ৫৪ রান করা শাই হোপ তাঁকে ১৩৬ রানের উদ্বোধনী জুটি গড়তে সহায়তা করেন। ইংল্যান্ডের কাছে সিরিজ হারলেও সিরিজের শেষ ম্যাচে আরও একটি জয় নিশ্চিত করে সিরিজের স্কোরলাইন ২-৩ করতে চাইবে ওয়েস্ট ইন্ডিজ। এদিকে বাটলার বাহিনী জয় নিয়ে আত্মবিশ্বাসের সঙ্গে এই সিরিজ শেষ করতে চাইবে। WI vs ENG 4th T20I Result: এভিন লুইস ও শাই হোপের ব্যাটে ভর করে রেকর্ড চেজ! ৫ উইকেটে জয় ওয়েস্ট ইন্ডিজের
ওয়েস্ট ইন্ডিজ বনাম ইংল্যান্ড
ইংল্যান্ড স্কোয়াডঃ ফিলিপ সল্ট (উইকেটরক্ষক), জস বাটলার (অধিনায়ক), উইল জ্যাকস, লিয়াম লিভিংস্টোন, জ্যাকব বেথেল, ড্যান মুসলে, স্যাম কারান, জেমি ওভারটন, আদিল রশিদ, জোফরা আর্চার, রিস টপলি, সাকিব মাহমুদ, জর্ডান কক্স, জন টার্নার, রেহান আহমেদ, জাফর চৌহান, মাইকেল-কাইল পেপর।
ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াডঃ এভিন লুইস, ব্র্যান্ডন কিং, নিকোলাস পুরান (উইকেটরক্ষক), রোভম্যান পাওয়েল (অধিনায়ক), শেরফানে রাদারফোর্ড, রোস্টন চেজ, আন্দ্রে রাসেল, আকিল হোসেন, গুডাকেশ মোতি, ম্যাথু ফোর্ড, শামার জোসেফ, টেরেন্স হিন্ডস, রোমারিও শেফার্ড, শাই হোপ ও শিমরন হেটমায়ার।
কবে, কোথায় আয়োজিত ওয়েস্ট ইন্ডিজ বনাম ইংল্যান্ড, পঞ্চম টি২০ ম্যাচ?
১৭ নভেম্বর গ্রোস আইলেটের ড্যারেন স্যামি ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে (Daren Sammy National Cricket Stadium, Gros Islet, St Lucia) আয়োজিত হবে ওয়েস্ট ইন্ডিজ বনাম ইংল্যান্ড, পঞ্চম টি২০ ম্যাচ।
কখন থেকে শুরু হবে ম্যাচ?
ওয়েস্ট ইন্ডিজ বনাম ইংল্যান্ড, পঞ্চম টি২০ ম্যাচ শুরু হবে ভারতীয় সময় রাত ১ঃ৩০টায়।
জেনে নিন টিভিতে কোথায় সরাসরি দেখবেন ওয়েস্ট ইন্ডিজ বনাম ইংল্যান্ড, পঞ্চম টি২০ ম্যাচ?
ওয়েস্ট ইন্ডিজ বনাম ইংল্যান্ড, পঞ্চম টি২০ ম্যাচ ভারতে টিভিতে সম্প্রচার করা হবে না।
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন ওয়েস্ট ইন্ডিজ বনাম ইংল্যান্ড, পঞ্চম টি২০ ম্যাচ?
ওয়েস্ট ইন্ডিজ বনাম ইংল্যান্ড, পঞ্চম টি২০ ম্যাচ ভারতে অনলাইনে সম্প্রচার করা হবে ফ্যানকোড (FanCode) অ্যাপে।