Tanush Koitan: অবসর নেওয়া অশ্বিনের পরিবর্তে অজি সফরে তানুশ কৈতান, কে এই ক্রিকেটার!
বর্ডার-গাভাসকর ট্রফির মাঝপথে আচমকা অবসর ঘোষণা করে দেশে ফিরেছেন টিম ইন্ডিয়ার তারকা অফ স্পিনার-অলরাউন্ডার রবীচন্দ্রন অশ্বিন। অশ্বিনের পরিবর্ত ক্রিকেটার হিসেবে মুম্বইয়ের অফ-স্পিনার অলরাউন্ডার তানুশ কৈতানকে পাঠাচ্ছে বোর্ড।
বর্ডার-গাভাসকর ট্রফির মাঝপথে আচমকা অবসর ঘোষণা করে দেশে ফিরেছেন টিম ইন্ডিয়ার তারকা অফ স্পিনার-অলরাউন্ডার রবীচন্দ্রন অশ্বিন (Ravinchandra Ashwin)। অশ্বিনের পরিবর্ত ক্রিকেটার হিসেবে মুম্বইয়ের অফ-স্পিনার অলরাউন্ডার তানুশ কৈতান (Tanush Koitan)-কে পাঠাচ্ছে বোর্ড। ২৬ বছরের তানুশের প্রতিভার ওপর আস্থা দেখালেন অধিনায়ক রোহিত শর্মা। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকাভাবে ভাল খেলে অশ্বিনের উত্তরসূরি হওয়ার সুযোগ পাচ্ছেন তানুশ।
তানুশ মুম্বইয়ের হয়ে বিজয় হাজারে ট্রফি খেলতে এখন আমেদাবাদে। গুজরাট থেকে মুম্বই হয়ে মঙ্গলবারই সরাসরি মেলবোর্নে পৌঁছে যাচ্ছেন তানুশ। ২৬ ডিসেম্বর থেকে এমসিজি-তে শুরু হবে বর্ডার-গাভাসকর টেস্টের চতুর্থ টেস্ট। এই ম্যাচে একজন স্পিনারই খেলাবে টিম ইন্ডিয়া। আর ব্রিসবেনে ভাল খেলা রবীন্দ্র জাদেজাই বক্সিং ডে টেস্টে খেলছেন। প্রসঙ্গত, এখনও পর্যন্ত বর্ডার-গাভাসকর ট্রফিতে মোট তিনটে টেস্ট হয়েছে। আর এই তিনটি টেস্টে টিম ইন্ডিয়া স্পিনার হিসেবে খেলিয়েছে ওয়াশিংটন সুন্দর (পার্থ), রবিচন্দ্রন অশ্বিন (অ্যাডিলেড) ও রবীন্দ্র জাদেজা-কে (ব্রিসবেন)।
কে এই তানুশ কৈতান
ক দিন আগে অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে দুটি বেসরকারী টেস্টে খেলেছিলেন তানুশ। এ দলের হয়ে মেলবোর্নে কঠিন পরিস্থিতিতে দাঁড়িয়ে দ্বিতীয় ইনিংসে ৮ নম্বরে নেমে ৪৪ রানের দারুণ ইনিংস খেলেছিলেন তিনি। চলতি বছর রঞ্জি ট্রফির ফাইনালে বিদর্ভের বিরুদ্ধে দুই ইনিংস মিলিয়ে ৭ উইকেট পেয়েছিলেন তানুশ। সেমিফাইনালে আবার তিনি ৮৯ রানের দুরন্ত ইনিংস খেলেন।
চলতি বছর মুম্বইয়ের রঞ্জি ট্রফি জয়ে তানুশের বড় অবদান ছিল। বল হাতে ২৯টি উইকেট নেওয়া পাশাপাশি ৪১.৮৩ ব্যাটিং গড়ে ৫০২ রান করেন। ২০১৮ সালে প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক হয় তাঁর। রমেশ পাওয়ারের পর মুম্বইয়ের দ্বিতীয় অফ স্পিনার হিসেবে জাতীয় দলে নির্বাচিত হলেন তানুশ।