CV Ananda Bose On India's Win: ভারতের বিরাট জয়ে উচ্ছ্বসিত সিভি আনন্দ বোস, ভিডিয়োতে দেখুন কী বললেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল!
রবিবার কলকাতার ইডেন গার্ডেনে ক্রিকেট বিশ্বকাপের প্রাথমিক পর্বের ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ২৪৩ রানে হারিয়েছে ভারত। এই জয়ের পরে স্টেডিয়ামের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজেদের উচ্ছ্বাস প্রকাশ করেন খেলা দেখতে আসা দর্শকরা।
কলকাতা: রবিবার কলকাতার (Kolkata) ইডেন গার্ডেনে ক্রিকেট বিশ্বকাপের (2023 ICC world Cup) প্রাথমিক পর্বের ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে (South Africa) ২৪৩ রানে হারিয়েছে ভারত (India)। এই জয়ের পরে স্টেডিয়ামের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজেদের উচ্ছ্বাস প্রকাশ করেন খেলা দেখতে আসা দর্শকরা। আর তাঁদের সুরে সুর মিলিয়েই ভারতের এই বিরাট জয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোসও (West Bengal Governor CV Ananda Bose)।
ভারতের জার্সি পড়ে খেলা দেখতে আসা সিভি আনন্দ বোস বলেন, "ভারতের জন্য এটা গর্বের মুহূর্ত (proud moment)। ক্রিকেট (cricket) ও খেলার (sports) জন্যও এটা গর্বের মুহূর্ত। ভারত মহান (great)। গোটা পৃথিবীই অনুভব করছে যে ভারত মহান। ভারত শক্তিশালী।" আরও পড়ুন: PM Modi Congratulate Team India: ইডেনে রোহিতদের জয়ে প্রধানমন্ত্রী শুভেচ্ছা, জন্মদিনে সেঞ্চুরিটা বিরাটের বার্থ ডে গিফট বলে ব্যাখা
দেখুন ভিডিয়ো: