Ajinkya Rahane Deliver Emotional Speech: ঐতিহাসিক সিরিজ জয়ের পর ড্রেসিংরুমে টিম স্পিরিটের পাঠ অজিঙ্কে রাহানের, দেখুন ভিডিও

অস্ট্রেলিয়ায় (Australia) বর্ডার-গাভাসকর ট্রফি জিতেছে ভারত। অস্ট্রেলিয়াকে ২-১ টেস্ট সিরিজ হারিয়েছে অজিঙ্কে রাহানের (Ajinkya Rahane) দল। বিরাট কোহলি দেশে ফেরার পর রাহানের উপরেই যাবতীয় দায়িত্ব ছিল। সবার নজর ছিল তিনি কেমন সামলান দলকে। আর সেকাজে ১০০ ভাগ উতরে করেছেন তিনি। ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের পর ড্রেসিংরুমে 'স্টপগ্যাপ' অধিনায়ক অজিঙ্কে রাহানের বক্তব্যে টিম স্পিরিটের কথাই উঠে আসে। সিরিজ জেতার পর তিনি সতীর্থদের পাঠ দিলেন টিম স্পিরিটের।

Ajinkya Rahane Delivered Emotional Speech After India's Triumph (Photo Credits: Twitter)

অস্ট্রেলিয়ায় (Australia) বর্ডার-গাভাসকর ট্রফি জিতেছে ভারত। অস্ট্রেলিয়াকে ২-১ টেস্ট সিরিজ হারিয়েছে অজিঙ্কে রাহানের (Ajinkya Rahane) দল। বিরাট কোহলি দেশে ফেরার পর রাহানের উপরেই যাবতীয় দায়িত্ব ছিল। সবার নজর ছিল তিনি কেমন সামলান দলকে। আর সেকাজে ১০০ ভাগ উতরে করেছেন তিনি। ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের পর ড্রেসিংরুমে 'স্টপগ্যাপ' অধিনায়ক অজিঙ্কে রাহানের বক্তব্যে টিম স্পিরিটের কথাই উঠে আসে। সিরিজ জেতার পর তিনি সতীর্থদের পাঠ দিলেন টিম স্পিরিটের।

অ্যাডিলেড বিপর্যয়। পিতৃত্বকালীন ছুটি নিয়ে দেশে ফিরে আসেন বিরাট কোহলি। খাদের কিনারায় দাঁড়িয়ে থাকা টিম ইন্ডিয়া মেলবোর্নে দুরন্ত কামব্যাক করে। ৮ উইকেটে ম্যাচ জিতে টেস্ট সিরিজে সমতা ফেরায় রাহানের দল। সিডনিতে মহাকাব্যিক ড্র। আর ব্রিসবেনে টেস্ট জিতে বর্ডার-গাভাসকর ট্রফি জিতে নেয় টিম ইন্ডিয়া। এরপর ড্রেসিংরুমে অধিনায়ক রাহানের উজ্জীবিত বক্তব্য। সেই বক্তব্যের ভিডিও শেয়ার করেছে বিসিসিআই ( BCCI)। আরও পড়ুন: Anand Mahindra Announces Gifts For 6 Crickter: অস্ট্রেলিয়ায় সিরিজ হয়, ভারতীয় দলের ৬ তরুণ ক্রিকেটারকে গাড়ি উপহার আনন্দ মাহিন্দ্রার

সিরিজ জয়ের পর অজিঙ্কে রাহানে বলেন, "আমাদের সকলের কাছে এটা খুব মূল্যবান সময়। অ্যাডিলেডে খারাপ সময় কাটিয়ে মেলবোর্নে ফেরা। সিডনি টেস্ট ড্র করার পর ব্রিসবেনে জয়। দু এক জনের জন্য এই সাফল্য নয়। এই টেস্ট জয়ে সকলের অবদান আছে। ক্রিকেটার থেকে সাপোর্ট স্টাফ সকলেই স্পিরিট দেখাল। সকলকে ধন্যবাদ।" অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একটি টেস্টে সুযোগ না পাওয়া কুলদীপ যাদবের দায়বদ্ধতার প্রশংসা করেন অজিঙ্কে রাহানে।



@endif