Virat Kohli: দশকের সেরা সম্মান, বিশ্বের শ্রেষ্ঠ ওডিআই ক্রিকেটার বিরাট কোহলি

দশকের সেরা পুরস্কার পেলেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। গত ১০ বছরের ওডিআইতে সেরা ক্রিকেটার হিসেবে বেছে নেওয়া হল বিরাট কোহলিকে। আইসিসির (ICC Men's) সেরা ক্রিকেটারের তকমা পেলেন বিরাট কোহলি। বছর শেষে এমন একটি পুরষ্কার পেয়ে বাকরুদ্ধ বিরাট কোহলি। পুরষ্কার পেয়ে লম্বা-চওড়া বক্তব্য পেশ করলেন কোহলি (Virat Kohli)। দশকের সেরা ক্রিকেটার হিসেবে সম্মানিত করা হল বিরাট কোহলিকে। মাঠে সেরাটা দেওয়াই যে তাঁর একমাত্র লক্ষ্য বিরাট কোহলির, সেকথাও স্পষ্ট করলেন বিরাট কোহলি।

Virat Kohli (Photo Credits: IANS)

নয়াদিল্লি, ২৮ ডিসেম্বর: দশকের সেরা পুরস্কার পেলেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। গত ১০ বছরের ওডিআইতে সেরা ক্রিকেটার হিসেবে বেছে নেওয়া হল বিরাট কোহলিকে। আইসিসির (ICC Men's) সেরা ক্রিকেটারের তকমা পেলেন বিরাট কোহলি। বছর শেষে এমন একটি পুরষ্কার পেয়ে বাকরুদ্ধ বিরাট কোহলি। পুরষ্কার পেয়ে লম্বা-চওড়া বক্তব্য পেশ করলেন কোহলি (Virat Kohli)। দশকের সেরা ক্রিকেটার হিসেবে সম্মানিত করা হল বিরাট কোহলিকে। মাঠে সেরাটা দেওয়াই যে তাঁর একমাত্র লক্ষ্য বিরাট কোহলির, সেকথাও স্পষ্ট করলেন বিরাট কোহলি। পড়ুন: Japan Bans Entry From All Countries: করোনার নতুন প্রজাতির কাঁটা, জানুয়ারির শেষ পর্যন্ত জাপানে নিষিদ্ধ বিদেশিদের প্রবেশ

ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিলের অফিসিয়াল ওয়েবসাইটে একটি ভিডিও টুইট করা হয় বিরাট কোহলির; তিনি বলেন, "দলের জন্য সেরাটা দিয়ে জেতাই আমার একমাত্র লক্ষ্য। বাকি পরিসংখ্যান তো পরবর্তী বিষয়।" ২০০৮ সালে দেশের হয়ে ক্রিকেটে অভিষেক হয় বিরাট কোহলি। ২০০৯ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে ইডেনে প্রথম অর্ধশতরান। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি বিরাট কোহলিকে।  আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসি-র বিচারে দশকের সেরা ওয়ান ডে ক্রিকেটারের মুকুট উঠল বিরাটের মুকুটে।

তবে শুধু বিরাট কোহলিই নন। আইসিসি মেইনস টিমের সেরা স্কিপার হিসেবে দশকের সেরা খেতাব জিতে নিয়েছেন মাহেন্দ্র সিং ধোনিও।



@endif