Virat-Gambhir Fight: গম্ভীর, নবীন-উল-হককে কোনও ভুল বলেননি, বিসিসিআইকে চিঠি লিখে দাবি কোহলির
এই ঘটনা নিয়ে অনেক লেখালেখি ও খবর প্রকাশিত হয়, দু'জনের মধ্যে মাঠের লড়াইয়ের ভিডিও ও ছবি ইন্টারনেটে ছড়িয়ে পড়ে।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি, লখনউ সুপার জায়ান্টসের মেন্টর গৌতম গম্ভীর ও পেসার নবীন-উল-হকের সঙ্গে মাঠের ভিতরে বাকযুদ্ধের জন্য ম্যাচ ফি-র ১০০ শতাংশ জরিমানা করা হয়েছে। কিন্তু বিসিসিআই-এর কর্তাদের চিঠি লিখে কোহলি বলেছেন, তিনি তাঁর বিরোধী দলের সদস্যদের কোনও ভুল বলেননি। গত ১ মে লখনউয়ে আইপিএল ২০২৩-এর ম্যাচ চলাকালীন মাঠে কোহলি, নবীন, অমিত মিশ্র ও গম্ভীরের মধ্যে বচসা বাধে। ভারতের দুই সেরা ক্রিকেটার কোহলি ও গম্ভীরের লড়াইটা মোটেই সুখকর ছিল না, আর তারই ফলশ্রুতিতে ঝগড়ার জন্য দু'জনকেই ম্যাচ ফি-র ১০০ শতাংশ জরিমানা করা হয়েছে, যা লেভেল ২ অপরাধ এবং আইপিএলের আচরণবিধির ২.২১ ধারা লঙ্ঘন করে। অন্যদিকে আফগানিস্তানের ফাস্ট বোলার নবীন-উল-হককে ম্যাচ ফি'র ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে। Jasprit Bumrah: সাফল্যের জন্য মুম্বই ইন্ডিয়ান্সকে কৃতিত্ব দিতে অস্বীকার জসপ্রিত বুমরাহর
যদিও কোহলি মনে করেন, তাঁর আচরণে এমন জরিমানার প্রয়োজন নেই। যদিও তিনি জরিমানা দেবেন না, কারণ মাঠের অপরাধের জন্য আরসিবি তাদের খেলোয়াড়দের বেতন থেকে ম্যাচ ফি কাটে না। হিন্দি দৈনিক Dainik Jagran প্রকাশিত এক রিপোর্টে আরসিবির প্রাক্তন অধিনায়ক বিসিসিআই-এর কয়েকজন কর্তাকে বার্তা লিখে গোটা পরিস্থিতি ব্যাখ্যা করেছেন এবং ১০০ শতাংশ ম্যাচ ফির জরিমানার পর হতাশা প্রকাশ করেছেন। শোনা যাচ্ছে, কোহলি বলেছেন, লড়াইয়ের সময় তিনি লখনউয়ের ক্রিকেটার ও মেন্টরকে কোনও ভুল বলেননি।
৩৪ বছর বয়সী কোহলি এলএসজি-আরসিবি ম্যাচের সময় তার উদযাপনে আক্রমণাত্মক ছিলেন এবং নবীন-উল-হক এবং কাইল মেয়ার্সের মতো এলএসজি খেলোয়াড়দের প্রতি বিরূপ ভাষা ব্যবহার করেন। মৌখিক বিতর্কের সাক্ষীদের দাবি, কোহলি নবীনের প্রতি বিদ্বেষী ছিলেন এবং এলএসজির রান তাড়া করার শেষ দিকে আফগান ক্রিকেটারের সঙ্গে ব্যাট করা অমিত মিশ্রও কোহলির আচরণ নিয়ে আম্পায়ারদের কাছে অভিযোগ করেছিলেন। ম্যাচের পরেও নবীনের সঙ্গে কোহলির অপ্রিয় বচসা হয়। শোনা যায়, মহম্মদ সিরাজের বাউন্সার থ্রো থেকেই এই ঘটনা শুরু।
খেলার পর হ্যান্ডশেক করার সময় কোহলি ও নবীনের মধ্যে রীতিমত উত্তপ্ত বাক্য বিনিময় হয়। শোনা যায়, প্রাক্তন ভারত অধিনায়ক এই পেসারের আগ্রাসী আচরণ নিয়ে অভিযোগ করেন। এর কিছুক্ষণ পরই কোহলি ও মেয়ার্সের মধ্যে কথাবার্তা চলছিল, এমন সময় গম্ভীর এগিয়ে এসে ক্যারিবিয়ান ক্রিকেটারকে নিয়ে চলে যান। এরপর কোহলি গম্ভীরকে বিষয়টি থেকে দূরে থাকতে বলেন, যার উত্তরে এলএসজি-র মেন্টর বলেন, তাঁর ক্রিকেটাররা তাঁর পরিবারের মতো, কেউ তাঁদের গালাগালি করলে তিনি সহ্য করবেন না।