Team India Test Squad Against Bangladesh: বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে ভারতীয় দলে আকাশদীপ, যশ দয়াল

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে চেন্নাইয়ে শুরু হতে চলা বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে টিম ইন্ডিয়ার ১৬ জনের স্কোয়াডে জায়গা হল বাংলার পেসার আকাশ দীপের।

Team India's squad for the 1st Test against Bangladesh announced. (Photo Credits: X@BCCI)

মুম্বই, ৮ সেপ্টেম্বর: বাংলাদেশের বিরুদ্ধে আসন্ন টেস্টের সিরিজের প্রথম ম্যাচের দল ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে চেন্নাইয়ে শুরু হতে চলা বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে টিম ইন্ডিয়ার ১৬ জনের স্কোয়াডে জায়গা হল বাংলার পেসার আকাশ দীপের। চার পেসার হিসেবে জশপ্রীত বুমরা, মহম্মদ সিরাজের সঙ্গে রাখা হল বাংলার আকাশ দীপ ও ইউপি-র যশ দয়াল-কে।

গত বছর আইপিএলে যে যশ দয়াল কেকেআর-এর রিঙ্কু সিং-য়ের কাছে শেষ ওভারে টানা ৫টা ছক্কা হজম করে গুজরাট টাইটান্সকে হারিয়েছিলেন। তবে ঘরোয়া ক্রিকেটে দারুণভাবে ফিরে এসে যশ জাতীয় টেস্ট স্কোয়াডে জায়গা পেলেন। এই প্রথম ভারতীয় দলে ডাক পেলেন যশ। চোট সারিয়ে ম্যাচ ফিট না হওয়ায় বাংলাদেশের বিরুদ্ধে সিরিজেও খেলবেন না মহম্মদ সামি। আরও পড়ুন-দলীপ ট্রফিতে শুভমন গিলদের ৭৬ রানে হারাল অভিমন্যু ঈশ্বরনরা

পেস বোলিং বিভাগে জোড়া চমক থাকলেও বাকি দল প্রত্যাশামতই গড়া হয়েছে। অধিনায়ক রোহিত শর্মা-র দলে উইকেটকিপার হিসেবে ঋষভ পন্থের সঙ্গে রাখা হয়েছে ধ্রুব জুরেল-কে। চার স্পিনার হিসেবে স্কোয়াডে আছেন রবীচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল ও কুলদীপ যাদব। ওপেনার হিসেবে রোহিতের সঙ্গে থাকছেন যশস্বী জয়সওয়াল। তিন নম্বরে খেলার জন্য তৈরি থাকছেন শুবমন গিল। বিরাট কোহলির সঙ্গে মিডল অর্ডার ব্যাটার হিসেবে রাখা হয়েছে কেএল রাহুল ও সরফরাজ খান-কে।

দেখুন ভারতীয় টেস্ট স্কোয়াড

এক নজরে ভারতের টেস্ট স্কোয়াড-

রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুবমন গিল, বিরাট কোহলি, কেএল রাহুল, সরফজার খান, ঋষভ পন্থ (উইকেটকিপার), ধ্রুব জুরেল (উইকেটকিপার), আর অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, জশপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ, আকাশ দীপ, যশ দয়াল।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত আসন্ন ভারত-বাংলাদেশ টেস্ট সিরিজে দুটি ম্যাচ হবে। প্রথম টেস্টটি শুরু হবে ১৯ সেপ্টেম্বর থেকে চেন্নাইয়ে। আর সিরিজের দ্বিতীয় টেস্টটি আয়োজিত হবে ২৭ সেপ্টেম্বর থেকে কানপুরের গ্রিন পার্কে।

পাকিস্তানকে পাকিস্তানে হোয়াইটওয়াশ করে টেস্ট সিরিজ জিতে ভারতে খেলতে আসতে নাজমুল হাসান শান্তোর নেতৃত্বে খেলা বাংলাদেশ। লিটন দাস, মেহদি হাসান মিরাজ-রা বেশ বিপজ্জনক ফর্মে আছে। তবে টি-২০ বিশ্বকাপ জিতে টগবগে টিম ইন্ডিয়াও তৈরি। আগামী বছর জুনে লর্ডসে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলতে হলে বাংলাদেশের বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজে ২-০ জিততে হবে টিম ইন্ডিয়া-কে।