Team India: ১৫ রানে ৩ উইকেটের বিপর্যয় সামলে ১২৪ করল টিম ইন্ডিয়া
সিরিজে ১-০ এগিয়ে থেকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ ম্যাচে খেলতে নেমে মুখথুবড়ে পড়ল ভারতের ব্যাটিং। প্রথমে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকার পেসারদের বলে বেশ অসুবিধায় পড়লেন টিম ইন্ডিয়ার ব্যাটাররা।
সিরিজে ১-০ এগিয়ে থেকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ ম্যাচে খেলতে নেমে মুখথুবড়ে পড়ল ভারতের ব্যাটিং। প্রথমে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকার পেসারদের বলে বেশ অসুবিধায় পড়লেন টিম ইন্ডিয়ার ব্যাটাররা। টপ অর্ডার ব্যাটারদের ব্যর্থতা সামলে অক্ষর প্যাটেল (২১ বলে ২৭), হার্দিক পান্ডিয়া (৪৫ বলে ৩৯ অপরাজিত)-দের সৌজন্যে নির্ধারিত ২০ ওভারে টিম ইন্ডিয়া করল ১২৪ রান। সিরিজে সমতায় ফিরতে দক্ষিণ আফ্রিকাকে করতে হবে ১২৫ রান।
দলের মাত্র ১৫ রানের মধ্যে আউট হয়ে যান দুই ওপেনার সঞ্জু স্যামসন (০), অভিষেক শর্মা (৪)। সিরিজের প্রথম ম্যাচে অবিশ্বাস্য সেঞ্চুরি হাঁকানোর পর এদিন দ্বিতীয় খেলা ইনিংসের তৃতীয় বলে প্রোটিয়া পেসার মার্কো জেনসেনর বলে বোল্ড হয়ে যান। প্রথম দু ওভারে দুটো উইকেট পড়ার পর ইনিংসের চতুর্থ ওভারে আউট হয়ে যান অধিনায়ক সূর্যকুমার যাদব (৪)। তিলক ভর্মা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও যখন বিপজ্জনক হয়ে উঠছেন, তখনই ব্যক্তিগত ২৭ রানে আউট হয়ে যান।
সুবিধা করতে পারলেন না ভারতের ব্যাটাররা
এরপর অক্ষর প্যাটেল, হার্দিক পান্ডিয়া দলের রানটা কিছুটা ভদ্রস্থ জায়গায় নিয়ে যান।
টানা দুটো ম্যাচে রান আউট হলেন অক্ষর। শেষের দিকে রিঙ্কু সিং (১১ বলে ৯) কিছু বল নষ্ট করেন। এবার আশর্দীপ, অক্ষর প্যাটেলদের দিকে তাকিয়ে দল।