Tamim Iqbal Retirement Controversy: বিসিবির বক্তব্য, অবসর-ফিরে আসা; জানুন তামিম বিতর্কের শুরু থেকে শেষ

এখনই তিনি ক্রিকেটে ফিরবেন না। ৬ সপ্তাহের ছুটিতে নিজের ফিটনেসের ওপর কাজ করবেন এবং এশিয়া কাপে ফের ফিরবেন তিনি

Tamim Iqbal (Photo Credit: AIR News/ Twitter)

প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপে চট্টগ্রামে আবেগঘন পরিস্থিতিতে অবসরের ঘোষণা করার একদিন পর অবসরের সিদ্ধন্ত ফিরিয়ে নেওয়ার ঘোষণা করেছেন তামিম ইকবাল। শুক্রবার বিকেলে ঢাকায় তার বাসভবনে তাদের এ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রাক্তন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে দেখা করেন তামিম। তবে এই ঘটনার সূত্রপাত হয় ৪ জুলাই যখন যখন সংবাদ সম্মেলনে তামিম জানান তিনি সম্পূর্ণ ফিট নন এবং পুরোপুরি ফিট কিনা সেটি যাচাই করতে প্রথম একদিবসীয় ম্যাচ খেলতে চান। এরপর ৫ জুলাই বাংলাদেশের সংবাদপত্রে প্রকাশিত হয় যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান তামিমের ফিটনেস নিয়ে বক্তব্যে বেশ ক্ষুন্ন। এর পর সেই দিনেই আফগানিস্তানের বিপক্ষে প্রথম একদিবসীয় ম্যাচ হেরে যায় বাংলাদেশ। যদিও বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ৪৩ ওভারে ৯ উইকেটে মাত্র ১৬৯ রান করে বাংলাদেশ এবং আফগানিস্তান ডিএলএস নিয়মে ১৭ রানে জয় পায়। Tamim Iqbal: হাসিনা আদরের ধমক দিতেই অবসরের সিদ্ধান্ত থেকে সরলেন তামিম ইকবাল, খেলবেন এশিয়া কাপেও

এরপর ৬ জুলাই সংবাদ সম্মেলনে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের কথা বলতে গিয়ে কান্নায় ভেঙ্গে পরেন তামিম ইকবাল। তাঁর আগে তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে জানান তিনি একটি সংবাদ সম্মেলনের আয়োজন করতে চান। এরপর গভীর রাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) একটি জরুরি সভা ডাকার সাথে সাথে ঘটনা আরেকটি মোড় নেয়। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে নাজমুল তামিমকে অবসর থেকে ফেরার আহ্বান জানান। সেদিন সকাল থেকে চেষ্টা করেও তামিমের সঙ্গে যোগাযোগ করতে পারেননি বোর্ড সভাপতি।

তামিমের বড় ভাই ও জাতীয় দলের ম্যানেজার নাফিস ইকবালের মাধ্যমেও যোগাযোগের চেষ্টা করেন তিনি। এরপর প্রাক্তন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার সঙ্গে সস্ত্রীক তামিম প্রধানমন্ত্রীর বাসভবনে যান। সেখানে তিনি সিদ্ধান্ত নেন যে প্রধানমন্ত্রীর অনুরোধ তিনি ফেলতে পারবেন না। তবে এখনই তিনি ক্রিকেটে ফিরবেন না। ৬ সপ্তাহের ছুটিতে নিজের ফিটনেসের ওপর কাজ করবেন এবং এশিয়া কাপে ফের ফিরবেন তিনি।