T20 World Cup 2021 Ticket: টি-২০ বিশ্বকাপের টিকিটের দাম কত, কী ভাবে কিনবেন?
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC) টি-২০ বিশ্বকাপের (T20 World Cup 2021) জন্য অনলাইনে টিকিট (Ticket) বিক্রি শুরু করেছে। বিশ্বকাপে স্টেডিয়ামে দর্শক ঢোকার অনুমতি দেওয়া হয়েছে। আইসিসি সোমবার জানিয়েছে যে সংযুক্ত আরব আমিরশাহির মাঠগুলিতে মোট দর্শকাসনের ৭০ শতাংশ দর্শক প্রবেশ করতে পারবেন বিশ্বকাপে। ওমান ক্রিকেট অ্যাকাডেমির মাঠে অস্থায়ীভাবে ৩ হাজার দর্শকাসনের বন্দোবস্ত করা হচ্ছে। ১৭ অক্টোবর থেকে ১৪ নভেম্বর পর্যন্ত চলবে টি-২০ বিশ্বকাপ। আয়োজন হচ্ছে সংযুক্ত আরব আমিরশাহী ও ওমানে। তবে আয়োজক দেশ হিসেবে রয়েছে ভারত।
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC) টি-২০ বিশ্বকাপের (T20 World Cup 2021) জন্য অনলাইনে টিকিট (Ticket) বিক্রি শুরু করেছে। বিশ্বকাপে স্টেডিয়ামে দর্শক ঢোকার অনুমতি দেওয়া হয়েছে। আইসিসি সোমবার জানিয়েছে যে সংযুক্ত আরব আমিরশাহির মাঠগুলিতে মোট দর্শকাসনের ৭০ শতাংশ দর্শক প্রবেশ করতে পারবেন বিশ্বকাপে। ওমান ক্রিকেট অ্যাকাডেমির মাঠে অস্থায়ীভাবে ৩ হাজার দর্শকাসনের বন্দোবস্ত করা হচ্ছে।
১৭ অক্টোবর থেকে ১৪ নভেম্বর পর্যন্ত চলবে টি-২০ বিশ্বকাপ। আয়োজন হচ্ছে সংযুক্ত আরব আমিরশাহী ও ওমানে। তবে আয়োজক দেশ হিসেবে রয়েছে ভারত। আরও পড়ুন: RCB vs SRH: আইপিএলে আজ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম সানরাইজার্স হায়দরাবাদ, জেনে নিন দুই দলের সম্ভাব্য একাদশ ও পরিসংখ্যান
কী ভাবে বিশ্বকাপের ম্যাচগুলির টিকিট কাটবেন?
- টুর্নামেন্টের টিকিট কিনতে চাইলে টি-২০ বিশ্বকাপের অফিসিয়াল ওয়েবসাইট www.t20worldcup.com-এ যেতে হবে।
- এর পর উপরের 'Tickets' অপশন ক্লিক করতে হবে।
- এরপর 'Buy Tickets' ক্লিক করে ঢুকতে হবে। এর পর কোন স্টেডিয়ামে (আবুধাবি, দুবাই, শারজাহ, ওমান) খেলা দেখতে চাইছেন সেটা সিলেক্ট করতে হবে।
- একটু অপেক্ষা করে ম্যাচের বিবরণ পূরণ করুন
- আসন নির্বাচন করুন এবং চেক আউটে ক্লিক করুন
- এরপর ১৫ মিনিটের মধ্যে পেমেন্ট করুন
- টিকিটের জন্য মেইল চেক করুন। প্রিন্ট করে নিন। যেদিন খেলা দেখত যাবে সেদিন এই টিকিট সঙ্গে করে নিয়ে যেতে হবে।
টি-২০ বিশ্বকাপের টিকিটের দাম কত?
আইপিএল-র তুলনায় কম মূল্যেই আমিরশাহি বিশ্বকাপের খেলা দেখা যাবে। সেখানে বিশ্বকাপ টিকিটের নূন্যতম মূল্য ৩০ দিরহাম। ওমানে টিকিটের নূন্যতম মূল্য ১০ ওমানি রিয়াল। ফাইনাল ম্যাচের টিকিটের দাম বসার জায়গার ভিত্তিতে দাম হবে।