Syed Kirmani Auto Biography: প্রকাশিত হল সৈয়দ কিরমানির আত্মজীবনী, অনুষ্ঠানে হাজির ছিলেন মহম্মদ সিরাজ সহ প্রাক্তন ভারতীয় খেলোয়াড়রা (দেখুন ভিডিও)

Syed Kirman iAuto Biography 'Stumped' (Photo Credit: X@PTI_News)

ভারতের ১৯৮৩ সালের বিশ্বকাপজয়ী ক্রিকেট দলের অন্যতম সদস্য সৈয়দ কিরমানি তাঁর আত্মজীবনী প্রকাশ করলেন। বইটির নাম - "Stumped: Life Behind and Beyond The Twenty-Two Yards"। বইটিতে তিনি তাঁর ব্যক্তিগত ও পেশাদার জীবনের নানা দিক তুলে ধরেছেন। এর মধ্যে রয়েছে বেঙ্গালুরুর এক সাধারণ ছেলে থেকে বিশ্বমানের ক্রিকেটার হয়ে ওঠার যাত্রা। ১৯৮৩ সালের বিশ্বকাপ জয় এবং সেই সময়ের নানা অজানা গল্প। তাঁর আন্তর্জাতিক ক্রিকেট জীবন থেকে হঠাৎ করে বাদ পড়ার পেছনের ঘটনা।ক্রিকেট জীবনের পর তাঁর সংগ্রাম এবং নানা অভিজ্ঞতার কথা। এই আত্মজীবনীতে তাঁর ক্রিকেট জীবনের বিভিন্ন উত্থান-পতন, সফলতার মুহূর্ত এবং ব্যক্তিগত চ্যালেঞ্জগুলো প্রকাশ করা হয়েছে।

গতকাল (১০ আগস্ট, ২০২৫) হায়দরাবাদে একটি অনুষ্ঠানে বইটির উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটাররা।  সাংবাদিকদের প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সৈয়দ কিরমানি বলেন, "আজ আমার আত্মজীবনীর মোড়ক উন্মোচন সফল হয়েছে... এমএলসি আমের আলী খান এবং মহম্মদ আজহারউদ্দিন, মহিন্দর অমরনাথ, সানিয়া মির্জার বাবা ইমরান মির্জা সহ অনেক বিশিষ্ট ব্যক্তিত্ব আমার বইয়ের মোড়ক উন্মোচনে উপস্থিত ছিলেন। তবে মহম্মদ সিরাজ -এর উপস্থিতি অনুষ্ঠানে গ্ল্যামার যোগ করেছে। তিনি (মহম্মদ সিরাজ) তার দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে ভারতের হায়দরাবাদকে গৌরব এনে দিয়েছেন এবং তাকে অনেক দীর্ঘ পথ পাড়ি দিতে হবে..."

নিজের আত্মজীবনী প্রকাশে কী বললেন কিরমানিঃ-

প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সৈয়দ কিরমানির আত্মজীবনী প্রকাশ অনুষ্ঠানে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার এবং কংগ্রেস নেতা মহম্মদ আজহারউদ্দিন বলেছেন, "সৈয়দ কিরমানি বিশ্বের একজন দুর্দান্ত উইকেট রক্ষক... আমি আশা করি এই বইটি খুব সফল হবে এবং মানুষ এতে লেখা বিষয়গুলি অনুসরণ করবে..."

 

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement