Women's T20 WC 2024 Warm-up: বিশ্বকাপের ওয়ার্ম আপ ম্যাচে শ্রীলঙ্কার কাছে হার বাংলাদেশের মহিলা দলের

শনিবার দুবাইয়ে হওয়া মহিলাদের টি-২০ বিশ্বকাপের ওয়ার্ম আপ ম্যাচে শ্রীলঙ্কা ৩৩ রানে হারাল বাংলাদেশকে।

Bangladesh women's cricket team. (Photo Credits: X)

মহিলাদের আসন্ন টি-২০ বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে হেরে গেল বাংলাদেশ। শনিবার দুবাইয়ে হওয়া মহিলাদের টি-২০ বিশ্বকাপের ওয়ার্ম আপ ম্যাচে শ্রীলঙ্কা ৩৩ রানে হারাল বাংলাদেশকে। প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কার মহিলা ক্রিকেটা দল করে ৭ উইকেটে ১৪৩ রান। জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশ ৯ উইকেটে করে ১১০ রান। তিন বিভাগেই এশিয়ান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কান মহিলা দলের কাছে হারমানে নিগার সুলুতানার দল।

দলের পক্ষে সর্বোচ্চ রান করলেও নিগার সুলতানা ৩০ রান করতে নেন ৩৮ বল। যদিও তিনি ছাড়া আর মাত্র একজন দু অঙ্কের রান করেন। সুলতানা ও তাই নেহার (১৬) ছাড়া বাকিরা সবাই এক অঙ্কের রানে আউট হন। শ্রীলঙ্কার বাঁ হাতি স্পিনার সুগনদিকা কুমারী ৮ রান দিয়ে ৩ উইকেট নেন।

দেখুন ম্যাচের স্কোরবোর্ড

আগামী ৩ অক্টোবর থেকে শুরু হতে চলা মহিলাদের টি-২০ বিশ্বকাপে ভারত, অস্ট্রেলিয়া, নিউ জিল্যান্ড পাকিস্তানের গ্রুপে আছে শ্রীলঙ্কা। আর এ গ্রুপের বাংলাদেশ আছে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, স্কটল্যান্ডের সঙ্গে। বাংলাদেশ মহিলা দলের প্রথম ম্যাচ ৩ অক্টোবর স্কটল্যান্ডের বিরুদ্ধে। আর শ্রীলঙ্কার প্রথম ম্যাচ ৩ অক্টোবর পাকিস্তানের বিরুদ্ধে।