Sourav Ganguly Health Update: সৌরভ গঙ্গোপাধ্যায়ের শারীরিক অবস্থা স্থিতিশীল, কাল জানা যাবে মহারাজ ওমিক্রনে আক্রান্ত কি না

করোনা (Coronavirus) আক্রান্ত সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) শারীরিক অবস্থা স্থিতিশীল। উডল্যান্ডস হাসপাতাল সূত্রে জানা গিয়েছে,মহারাজের নতুন করে আর জ্বর আসেনি। তবে সর্দি রয়েছে। রয়েছে অস্বস্তিও। মহারাজকে মাঝেমধ্যেই স্টিম দেওয়া হচ্ছে। এছাড়াও দেওয়া হয়েছে ডক্সিসাইক্লিন (Doxycycline )। কাশির সমস্যা না থাকায় আপাতত সিটি স্ক্যান করা হচ্ছে না। সৌরভ ওমিক্রনে আক্রান্ত কি না তা জানতে নমুনা জিনোম সিয়োকেন্সিয়ের জন্য পাঠানো হয়েছে। সেই রিপোর্ট কাল সন্ধের দিকে আসার সম্ভাবনা রয়েছে।

Sourav Ganguly. (Photo Credits: Getty Images)

কলকাতা, ২৯ ডিসেম্বর: করোনা (Coronavirus) আক্রান্ত সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) শারীরিক অবস্থা স্থিতিশীল। উডল্যান্ডস হাসপাতাল সূত্রে জানা গিয়েছে,মহারাজের নতুন করে আর জ্বর আসেনি। তবে সর্দি রয়েছে। রয়েছে অস্বস্তিও। মহারাজকে মাঝেমধ্যেই স্টিম দেওয়া হচ্ছে। এছাড়াও দেওয়া হয়েছে ডক্সিসাইক্লিন (Doxycycline )। কাশির সমস্যা না থাকায় আপাতত সিটি স্ক্যান করা হচ্ছে না। সৌরভ ওমিক্রনে আক্রান্ত কি না তা জানতে নমুনা জিনোম সিয়োকেন্সিয়ের জন্য পাঠানো হয়েছে। সেই রিপোর্ট কাল সন্ধের দিকে আসার সম্ভাবনা রয়েছে।

সৌরভের চিকিৎসার জন্য তিন সদস্যের চিকিৎসক দল গঠন করা হয়েছে। দলে রয়েছেন সরোজ মণ্ডল, সপ্তর্ষি বসু ও সৌপ্তিক পণ্ডা। পরামর্শ নেওয়া হচ্ছে চিকিৎসক দেবী শেঠি ও আফতাব খানের। বুধবার দুপুরে সৌরভের শারীরিক পরিস্থিতি খতিয়ে দেখবেন চিকিৎসকরা। তার পরেই চিকিৎসা নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। আরও পড়ুন: Statue Of Cristiano Ronaldo: লক্ষ্য নতুন প্রজন্ম, গোয়ায় বসল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মূর্তি

দিন দুয়েক আগে সৌরভের সামান্য জ্বর আসে। এরপরই তাঁর করোনা পরীক্ষা করা হয়। সোমবার রাতে রিপোর্ট পজিটিভ আসার পরই সৌরভকে হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর স্ত্রী ডোনা এবং কন্যা সানার করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে।