SL vs NZ, Toss Update & Playing XI: টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিউজিল্যান্ডের; জানুন দু'দলের একাদশ
টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিউজিল্যান্ডের
ওয়ানডে বিশ্বকাপ ২০২৩-এর ৪১তম ম্যাচে আজ বৃহস্পতিবার বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে শ্রীলঙ্কার মুখোমুখি হবে নিউজিল্যান্ড। গ্রুপ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হবে দুই দল। শ্রীলঙ্কা আগেই টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে। আর নিউজিল্যান্ডের সামনে এটাই শেষ সুযোগ। প্রথম চারে জায়গা করে নিতে হলে এই ম্যাচটি জিততে হবে। আইসিসি ওয়ানডে বিশ্বকাপের আসরে ১১ ম্যাচে মুখোমুখি হয় নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা। এই ১১টি ম্যাচের মধ্যে নিউজিল্যান্ড জিতেছে ৫টিতে, শ্রীলঙ্কা জিতেছে ৬টিতে। নিউজিল্যান্ডের সর্বোচ্চ ৩৩১ রান এবং শ্রীলঙ্কার সর্বোচ্চ ২৮৯ রান করে যখন এই দুই দল বিশ্বকাপে একে অপরের সাথে মুখোমুখি হয়। ১৩৬ রান শ্রীলঙ্কার সর্বনিম্ন রান এবং ১৩৭ রান নিউজিল্যান্ডের সর্বনিম্ন রান। বেঙ্গালুরুতে গত পাঁচ ম্যাচে প্রথম ইনিংসের গড় ৩২০ রান। এই ম্যাচে ব্যাটসম্যানরা আধিপত্য বিস্তার করতে পারে। যে দল টস জিতবে তারা হয়তো ব্যাটিং করতে চাইবে। SL vs NZ, ICC ODI World Cup Live Streaming: আজ সেমিফাইনালে জায়গা কি করতে পারবে নিউজিল্যান্ড নাকি খেলা ঘোরাবে শ্রীলঙ্কা; সরাসরি দেখবেন যেখানে
টসঃ টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিউজিল্যান্ডের, ইশ সোধির জায়গায় দলে এসেছেন লকি। এদিকে, রাজিথা খেলছে না পরিবর্তে চামিকা খেলছে।
শ্রীলঙ্কার দলঃপাথুম নিসাঙ্কা, কুশল পেরেরা, কুশল মেন্ডিস (অধিনায়ক/উইকেটরক্ষক), সাদিরা সামারাবিক্রমা, চরিত আসালাঙ্কা, অ্যাঞ্জেলো ম্যাথুজ, ধনঞ্জয়া ডি সিলভা, চামিক করুণারত্নে, মাহেশ থিক্সানা, দুষ্মন্ত চামীরা, দিলশান মাদুশাঙ্কা।
নিউজিল্যান্ড দলঃ ডেভন কনওয়ে, রচিন রবীন্দ্র, কেন উইলিয়ামসন (অধিনায়ক), ড্যারিল মিচেল, টম ল্যাথাম (উইকেটরক্ষক), গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, মিচেল স্যান্টনার, লকি ফার্গুসন, টিম সাউদি, ট্রেন্ট বোল্ট।